সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত করফিউ শিথিল থাকবে চট্টগ্রামে।
Published : 31 Jul 2024, 09:02 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নজিরবিহীন সহিংসতার জেরে সারা দেশে জারি হওয়া কারফিউ চট্টগ্রামের জন্য আগের তিন দিনের মত বৃহস্পতিবারও ১৬ ঘণ্টা শিথিল করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের স্টাফ অফিসার ফাহমুন নবী বলেন, বৃহস্পতিবারও সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত করফিউ শিথিল থাকবে।
সোম, মঙ্গল ও বুধবারও চট্টগ্রামে একই সময়ের জন্য কারফিউ শিথিলের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। সেই থেকে ২১ জুলাই পর্যন্ত আন্দোলনে নজিরবিহীন সহিংসতার মধ্যে অনেক মানুষ হতাহত হয়।
গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি এবং একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়।
পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারা দেশে মোতায়েন করা হয় সেনা সদস্যদের।
প্রথম দিন দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় বাজার করার জন্য। পরের দিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে।
তিন দিনের মধ্যে সহিংসতা থামলে পরে সিদ্ধান্ত হয় কোনো জেলায় কারফিউ শিথিলের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এ মোতাবেক চট্টগ্রাম জেলা প্রশাসন আলাদাভাবে কারফিউ শিথিলের সময় জানাচ্ছে।
গত শুক্র ও শনিবার চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।
গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ, আর রোববার ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আরও পড়ুন-
চট্টগ্রামে বিক্ষোভ: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ১৬ শিক্ষার্থী, গ্রেপ্তার ৪
বুধবারও চট্টগ্রামে কারফিউ শিথিল ১৬ ঘণ্টা
বুধবারও চট্টগ্রামে কারফিউ শিথিল ১৬ ঘণ্টা