সংকট কাটাতে আগের মতো ২৪টি ভিসাকে একক ভিসা হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদানের দাবি জানান তিনি।
Published : 05 Feb 2025, 09:56 PM
সৌদি আরবের ২৪টি পর্যন্ত ভিসাকে ‘একক ভিসা’ গণ্য করে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দেওয়াসহ ১০টি দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।
বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বায়রার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “সত্যায়িত ডিমান্ডের নিয়োগ অনুমতি নিয়ে জটিলতা নিরসন করতে হবে। দূতাবাসের ডিমান্ড অ্যাটাসটেশন সহজীকরণ ও দ্রুততর করতে হবে। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়ার আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করতে হবে।”
তিনি বলেন, “মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। মিথ্যা অভিযোগকারী কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান চালু করতে হবে।
“বিমান টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করতে হবে। সর্বশেষে বিএমইটি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমাতা সুলভ আচরণের প্রতিবিধান করতে হবে।”
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমরা যে দাবি জানিয়েছিলাম তার মধ্যে প্রধান দাবি ছিল ইতিপূর্বে সৌদি আরবের একটি ভিসা নম্বরে ২৪টি পর্যন্ত (অনধিক ২৫টি) ভিসাকে একক হিসেবে গণ্য করে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদান করা হত।
“বর্তমানে একটি ভিসাও সত্যায়নের নিয়ম করা হয়েছে, যা স্বতন্ত্র ব্যক্তির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও বিপর্যয় ডেকে এনেছে। ২৪টি ভিসাকে গ্রুপের অন্তর্ভুক্ত করে সত্যায়নের নিয়ম করায় জনশক্তি রফতানির ক্ষেত্রে স্থবির অবস্থা বিরাজ করছে।
এ অবস্থা থেকে উত্তরণে আগের মতো ২৪টি ভিসাকে একক ভিসা হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে বায়রার সাবেক সহসভাপতি নোমান চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক ইসি সদস্য শাহাদাত হোসেন ও সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বায়রার নেতারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
আরও পড়ুন
একক ভিসায় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ খুলছে
সৌদি আরব: কর্মী ভিসায় লাগবে না মেনিনজাইটিস টিকা