পরিবারের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
Published : 26 Apr 2025, 01:54 PM
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর মধ্যচরে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানান।
নিহতরা হল- ওই গ্রামের আজিজ ব্যাপারীর মেয়ে খাদিজা (৬) এবং তাজল দর্জির মেয়ে ও তানজিলা।
স্থানীয় ইউপি সদস্য মো. আ হাই দর্জি বলেন, ওই গ্রামের ৪ নাম্বার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে ওই দুই শিশু গোসল করতে আসে। অনেক সময় পরেও তারা বাড়িতে না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।
“পরে পুকুর পাড়ে তাদের কাপড় দেখে সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরে জাল ফেলে লাশ উদ্ধার করা হয়।”
ইউপি চেয়ারম্যান শাহাদাত বলেন, শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারের পক্ষ থেকে কারো ওপর কোনো অভিযোগ নেই। পরিবারের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।