শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশের অভিযোগে ‘বহিরাগত’ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
Published : 30 Jul 2024, 07:31 PM
চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে আবার বিক্ষোভের সময় আটক শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
তবে সোমবার এসব শিক্ষার্থীর মধ্যে অনুপ্রবেশের অভিযোগে ‘বহিরাগত’ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন কোতোয়ালী থানায় ওসি কেএম ওবায়দুর রহমান।
তিনি বলেন, কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ১৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
“ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে আটক করা ১৬ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনুপ্রবেশকারী চারজন বহিরাগতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক রোববার ভিডিও বার্তায় চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু সমন্বয়কদের দিয়ে ‘জোর করে’ বিবৃতি দেওয়ানো হয়েছে অভিযোগ করে ৯ দাবিতে সোমবার চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভে জড়ো হয় একদল শিক্ষার্থী।
পরে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে। সেদিনই তাদের মধ্যে ১৬ শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে বাকি চারজনকে ‘বহিরাগত’ দাবি করে কোতয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, কোতোয়ালির পাশাপাশি পাহাড়তলী থানায় আলাদা একটি মামলা হয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গত ১৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ২২টি মামলা হয়েছে।
এসব মামলায় গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৪ জনসহ মোট ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
আহত এসআইয়ের চোখে অস্ত্রোপচার
চেরাগী পাহাড় মোড়ে সোমবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এসময় চোখে আঘাত পান কোতোয়ালী থানার এসআই মোশারফ হোসেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোশারফের বাম চোখের ওপরে ও নিচে আঘাত লেগেছে। চট্টগ্রামের চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শে রাতেই তাকে উড়োজাহাজে ঢাকা পাঠানো হয়। মঙ্গলবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তার চোখে অস্ত্রোপচার হয়।”
চিকিৎসকদের বরাতে তিনি বলেন, “মোশারফের চোখে রক্তক্ষরণ হয়েছে। রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।”
আরও পড়ুন: