কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুথফেরত জরিপে।
Published : 05 Feb 2025, 10:05 PM
সোয়া দুই যুগ পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজধানীর নিয়ন্ত্রণ পাবে, না কি টানা তৃতীয়বার দিল্লির মসনদে বসবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তা ঠিক করতে ভোট দিয়েছে সেখানকার মানুষ।
ভারতীয় পত্রিকা এনডিটিভি বলছে, বেশিরভাগ বুথফেরত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ হয়েছে। সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতার ‘জাদু সংখ্যা’ ৩৬। সন্ধ্যার দিকে বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা।
বেশিরভাগেই আভাস মিলেছে, জয়ের হ্যাটট্রিক করতে পারবেন না কেজরিওয়াল। এসব জরিপে বিজেপি ৩৫ থেকে ৫০টি আসন পাবে এমনটিই দেখা যাচ্ছে।
বিজেপি সাংসদ যোগিন্দর চাণ্ডোলিয়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "সব বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফল বলছে, বিজেপি এগিয়ে যাচ্ছে। আমরা সেটাই বলছি যে, দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে। মানুষ অরবিন্দ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছে।”
২০২০ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রায় সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে ৬২টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল ৮টিতে। পেয়েছিল সাড়ে ৩৮ শতাংশ ভোট।
কংগ্রেস পার্টি পেয়েছিল মাত্র ৪ দশমিক ২৬ শতাংশ ভোট। এ বারও কংগ্রেস ভাল ফল করবে কিনা তা স্পষ্ট নয়। কংগ্রেসকে বেশ কয়েকটি বুথফেরত জরিপে শূন্য থেকে দুটি আসন পেতে দেখা যাচ্ছে।
ভারতের ভোটের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আসল ফলের সঙ্গে বুথফেরত জরিপের ফল অনেক সময়ই মেলে না। তবে ফল মিলে যাওয়ার দৃষ্টান্তও আছে।
চূড়ান্ত ফল কী হয় তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোট গণনার দিন পর্যন্ত। সেদিনই জানা যাবে ফল।