ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
Published : 16 Mar 2025, 09:04 PM
চট্টগ্রামের পাইকারি কাপড়ের অন্যতম বৃহৎ বিপণীকেন্দ্র টেরিবাজারের একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে সেখানকার খাজা বিপণী নামে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
দোতলায় দোকান ও কাপড়ের গুদাম থাকার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টেরিবাজারে আগুন লাগার ঘটনা জানার পর দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত পৌনে ১১টায়।
আবদুল্লাহ বলেন, আগুনে একটি গুদামের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।