এবার নিরাপত্তার স্বার্থে পুরো মেলা সিসিটিভি ক্যামরার আওতায় থাকবে বলে জানান মেয়র।
Published : 30 Jan 2025, 03:35 PM
চট্টগ্রামে এবার অমর একুশে বইমেলায় ১৪০টি স্টল থাকছে। এর মধ্যে চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলোর ৭৪টি এবং ঢাকার স্টল ৪৪টি।
বৃহস্পতিবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র শাহাদাত হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চট্টগ্রামের পাশাপাশি ঢাকার অভিজাত প্রকাশনী সংস্থাগুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে। এক লাখ বর্গফুটের মাঠ জুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
“এরমধ্যে চট্টগ্রামের স্টল সংখ্যা ৭৪টি এবং ঢাকার স্টল সংখ্যা ৪৪টি। ঢাকা থেকে আরো প্রকাশনা সংস্থা স্টল চেয়েছিল। কিন্তু আমরা বলেছি আগে চট্টগ্রামের প্রকাশনা সংস্থাকে দেওয়া হবে। তারপর আপনাদের দেওয়া হবে। তাই তাদের সবাইকে দিতে পারিনি।”
এবার নিরাপত্তার স্বার্থে পুরো মেলা সিসিটিভি ক্যামরার আওতায় থাকবে জানিয়ে মেয়র শাহাদাত বলেন, “আশা করি এই মেলায় চট্টগ্রামের সর্বস্তরের লেখক-পাঠক ও সৃজনশীল নাগরিকদের অংশগ্রহণে সংস্কৃতি ও মননের উৎকর্ষের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সম্মিলন ঘটবে।
“এছাড়াও জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরষ্কার প্রদান করা হবে।”
এবার মেলা মঞ্চে প্রতিদিনের সাংস্কৃতিক পর্বে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল ও লোক সংগীত, সাধারণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশের গানের আয়োজন করা হবে। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরণী গান ও দেশাত্মবোধক গানের আয়োজন থাকবে।
১ ফেব্রুয়ারি থেকে মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেয়র শাহাদাত জানান, ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এবারের মেলায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য প্রদশর্নীর ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মেয়র বলেন, “শত সীমাবদ্ধতার মাঝেও চট্টগ্রাম সিটি করপোরেশন এ আয়োজনে সবাইকে সম্পৃক্ত করে এগিয়ে যাচ্ছে। এ যাত্রায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
“বইমেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের ওপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
বইমেলা আয়োজনের জন্য এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠ বরাদ্দ দেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান মেয়র।
চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ২০১৯ সাল থেকে সিটি করপোরেশনের আয়োজনে জিমনেশিয়াম মাঠে বইমেলা আয়োজনের উদ্যোগ নেন। তখন থেকেই মেলা আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ।
২০২৪ সালে সিআরবিতে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়। তার আগে অবশ্য জিমনেশিয়াম মাঠেই বইমেলা হত। সে হিসেবে বইমেলা আবার তার পুরনো ঠিকানায় ফিরছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: