মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
Published : 21 Jan 2025, 10:20 PM
এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে চট্টগ্রামের অমর একুশে বইমেলা।
২০২৪ সালে সিআরবিতে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়। তার আগে অবশ্য জিমনেশিয়াম মাঠেই বইমেলা হত। সে হিসেবে বইমেলা আবার তার পুরনো ঠিকানায় ফিরছে।
মঙ্গলবার বিকালে নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে বইমেলার প্রস্তুতি সভায় জিমনেশিয়াম মাঠে মেলা ফেরার তথ্য দেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
সভায় তিনি বলেন, “এবারের মেলা হবে সর্বজনীন। পাঠক, লেখক, প্রকাশকসহ সর্বস্তরের পেশাজীবী ও জনসাধারণের অংশগ্রহণে মেলা মুখরিত রাখার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে বইমেলার আয়োজন হলেও ২০২৪ সালে জেলা প্রশাসনের আপত্তির মুখে সেখানে মেলা হয়নি।
চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ২০১৯ সাল থেকে সিটি করপোরেশনের আয়োজনে জিমনেশিয়াম মাঠে সম্মিলিত বইমেলা আয়োজনের উদ্যোগ নেন। তখন থেকেই মেলা আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ।
রিলেটেড লিংক-
চট্টগ্রামের একুশে বইমেলা আরও বড় পরিসরে