এ হামলার জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোতহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী হওয়া হুইপ সামশুল হক চৌধুরী।
Published : 20 Dec 2023, 08:09 PM
চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারের সময় জাতীয় সংসদের হুইপ ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকালে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে এ হামলার জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোতহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেছেন সামশুল হক চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কাশিয়াইশ এলাকায় নির্বাচনী প্রচারচালিয়ে বেলা সাড়ে ৪টার দিকে কাশিয়াইশ ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এক সমর্থকের বাড়িতে দাওয়াতে যান সামশুল হক চৌধুরী। তিনি গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করলেও তার সমর্থকদের বহনকারী গাড়িগুলো সড়কে রাখা ছিল। এসময় রাস্তায় অবস্থান নেওয়া তার কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের গাড়ির চাকা কেটে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, “মোতাহেরুল ইসলামের ভাড়া করা লোকজন এ হামলা চালিয়েছে। কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান ডালিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। রাস্তায় থাকার আমার বহরের ১০/১২টা গাড়ির টায়ার কেটে দেওয়া হয়েছে। আমার কিছু কর্মীর ওপরে হামলা হয়েছে।”
হুইপ বলেন, “সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছে। কিন্তু তারা বিভিন্ন স্থানে আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে।”
পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “প্রচারের সময় দুই পক্ষের কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। স্বতন্ত্র প্রার্থীর বহরের কয়েকটি গাড়ির চাকা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি।
“অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
হুইপ সামশুল হক চৌধুরীর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুসুমপরা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া ডালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক মেজবানের জন্য আমাদের বাড়িতে কাজ চলছে। কাশিয়াইশ ইউনিয়নে কী হয়েছে সেটা আমি জানি না।
“আমার এলাকা থেকে কাশিয়াইশের দূরত্ব অনেক। আমি কেন ওখানে যাব? কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আমার কী করার আছে?”
চেয়ারম্যান ডালিম বলেন, “আমাদের কোন রাজনৈতিক সিদ্ধান্ত নাই ওই এলাকায় কোনো প্রোগ্রামের। আমার এলাকায় গতকাল অনুষ্ঠান হয়েছে, সেখানে আওয়ামী লীগের এমপি প্রার্থী এসেছিলেন।”
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সামশুল হক চৌধুরী তিন বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। এ আসনে এবার মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। আর সামশুল হক চৌধুরী লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।