সমুদ্রপাড়ে বন বিভাগের জায়গায় লবণ মাঠের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, বলছে পুলিশ।
Published : 09 Dec 2024, 10:31 PM
চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্র উপকূলে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে সরল ইউনিয়নের দক্ষিণ সরল এলাকায় এ ঘটনার কথা জানিয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।
আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। বাকিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সাংবাদিক ও পুলিশ বলছে, সমুদ্রপাড়ে বন বিভাগের জায়গায় লবণ মাঠের জমি দখল ও ঘেরের মাছ চুরি নিয়ে স্থানীয় আবুল হোসেন ও মনসুরের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।
ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাস জায়গায় লবণ মাঠের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
বিষয়টি নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।