“চেরাগী পাহাড় এলাকায় রাত বিরাতে চায়ের দোকানগুলো খোলা রাখা হয়। সেখানে অনেক লোকজন অযথা আড্ডা দেয়”, বলেন কোতয়ালি থানার ওসি।
Published : 10 Nov 2024, 06:34 PM
‘অপরাধ নিয়ন্ত্রণে’র কথা বলে রাত ১০টার পর নগরীর চেরাগী পাহাড় এলাকায় সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত থেকে এটা বাস্তবায়ন শুরু হয়েছে।
কোতয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, “চেরাগী পাহাড় এলাকায় রাত বিরাতে চায়ের দোকানগুলো খোলা রাখা হয়। সেখানে অনেক লোকজন অযথা আড্ডা দেয়। সাধারণ মানুষের সাথে ‘অপরাধীরাও’ মিশে যায়। পরে তারা অপরাধ সংগঠিত করে।”
রাত আটটার পর থেকে দোকান পাট বন্ধ রাখার নিয়ম জানিয়ে তিনি বলেন, “আমরা সেটা পালন করতে বলেছি। কোনো অপরাধী যাতে সাধারণ লোকজনের সাথে মিশে অপরাধ করতে না পারে সেজন্য এটা বলা হয়েছে।”
ফুটপাথের টং দোকান এবং অবৈধ দোকানপাটও বসাতে নিষেধ করা হয়েছে বলেও জানান ওসি।