সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি।
Published : 10 Jun 2024, 08:44 PM
রাঙ্গুনিয়ায় খালের পানিতে এক নারী ও শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার উপজেলার রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জন হলেন- রোকেয়া বেগম (৫০) ও তার নাতি মো. মো. ইসমাইল (৮)।
রোকেয়া শিয়ালবুক্কা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। আর ইসমাইল তার মেয়ের ঘরের নাতি।
রাঙামাটি ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে নাতিকে নিয়ে রোকেয়া বেগম খালের অপর পাড়ে খালিটিলা এলাকায় নিজেদের গরুর খামারে যাচ্ছিলেন। সে সময় তারা স্রোতে তলিয়ে যান।
তিনি বলেন, পানি কম থাকায় সাধারণত স্থানীয়রা হেঁটেই খালের দুই পাড়ে আসা যাওয়া করেন।
“আজ খালে অন্যান্য দিনের তুলনায় পানি বেশি ছিল, স্রোতও ছিল। পানিতে নামার পরপরই তারা স্রোতে তলিয়ে যায়।”
নুরুল হুদা জানান, স্থানীয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দুপুরে তারা রাঙামাটি থেকে সেখানে যান।
সন্ধ্যা ৬টা পর্যন্ত খালের প্রায় তিন কিলোমিটার উজানে ইছামতি খালের সংযোগ পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদেরকে পাওয়া যায়নি বলে জানান তিনি।