“বিশ্ববিদ্যালয়ের পর্ষদগুলো থেকে অনুমোদন দিয়ে কাজটি বাস্তবায়ন করা হবে। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে,” বলেন উপ উপাচার্য।
Published : 12 Dec 2024, 09:03 PM
চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে ‘নীতিগতভাবে একমত’ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ক্যাম্পাসে চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেছেন, এ বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মূল ক্যাম্পাসে ফিরে আসার দাবি করছিল। আগের প্রশাসন তাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।
“আমরা দায়িত্ব নেওয়ার পর তারা আমাদের দাবি দিয়েছিল। তাদের আমরা বলেছিলাম ধৈর্য্য ধরতে। এরমধ্যে তারা পুনরায় আন্দোলন শুরু করে দিয়েছে।”
উপ-উপাচার্য কামাল বলেন, “শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের আমরা ডেকেছি। আজকে ‘আনঅফিসিয়াল বৈঠক’ হয়েছে তাদের সাথে। তাদের সাথে কথা বলে ‘প্রিন্সিপালি অ্যাগ্রি’ করেছি তাদের নিয়ে আসার জন্য।”
তিনি বলেন, রোববার চারুকলা ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটির সভায় বিশ্বিবিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) উপস্থিত থাকবেন এবং সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
“ভাইস প্রিন্সিপ্যাল স্যারও আমাদের বলেছেন, আমরা ছাত্রদের দাবির সাথে একমত। এরপর বিশ্ববিদ্যালয়ের পর্ষদগুলো থেকে অনুমোদন দিয়ে কাজটি বাস্তবায়ন করা হবে। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময় সীমা নির্ধারণ করা হয়েছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউট হাটহাজারীর মূল ক্যাম্পাসে হলেও চারুকলা ইনস্টিটিউট ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম নগরীতে। ২০২২ সালে শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়লে ওই বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন করে মূল ক্যাম্পাসে ফেরার দাবি তোলেন শিক্ষার্থীরা।
তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পরও মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলনে অনড় ছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এক মাসের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়। পরে মূল ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর গত মঙ্গলবার থেকে মূল ক্যাম্পাসে ফিরে যাওয়াসহ বিভিন্ন দাবিতে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বুধবার তারা নগরীর বাদশা মিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ইনস্টিটিউটের সামনের সড়কে ব্যানার বিছিয়ে ও টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বৈঠক করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পুরানো খবর:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সড়কে টায়ার জ্বালিয়ে চারুকলা শিক্ষার্থীদে
ফের আন্দোলনে চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সড়কে টায়ার জ্বালিয়ে চারুকলা শিক্ষার্থীদে
চবির চারুকলা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা
ফের আন্দোলনে চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীরা
অনশনের হুমকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীদের