‘আগেরবার আন্দোলনকারীদের হয়রানি বন্ধ’, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নানা ‘অসংগতি’ দূর করা ও মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবি
Published : 10 Dec 2024, 10:29 PM
আবারও আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন তারা।
তবে সেশনজট কমাতে আন্দোলন চলাকালে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি- ‘আগেরবার আন্দোলনকারীদের হয়রানি বন্ধ’, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নানা ‘অসংগতি’ দূর করা এবং মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া।
চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের আন্দোলনে শুধু ইনস্টিটিউটের সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল (বুধবার) আমরা ক্লাসে অংশ নেব। দাবি আদায় না হলে কঠোর কর্মসুচি পালন করব।
“মূল ক্যাম্পাসে ফিরে যাওয়াসহ বিভিন্ন দাবিতে আমরা গত বছর ১৮২ দিন আন্দোলনে ছিলাম। কিন্তু দাবি না মেনে দমন পীড়নের মাধ্যমে আমাদের আন্দোলন বন্ধ করা হয়েছিল। এরপর থেকেই আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে ইনস্টিটিউট থেকে।”
ফাহিমের অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করছেন শিক্ষকরা। পাশাপাশি পরীক্ষার ফলাফলেও প্রভাব বিস্তার করছেন। চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে ১৩ মাস পর। আর মাস্টার্সের শিক্ষার্থীদের ফলাফলে প্রভাব বিস্তার করা হয়েছে।
তিনি বলেন, “শহরে ক্যাম্পাস থাকলে শিক্ষকদের ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ দূর হবে না। তাই আমরা মূল ক্যাম্পাসে ফিরে যেতে চাই।”
“মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজ থেকে আন্দোলন শুরু করেছি,” বলেন ফাহিম।
তবে ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়ার ভাষ্য, “মুষ্ঠিমেয় শিক্ষার্থী এ আন্দোলন করছে। যাদের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, তারা দেখছেন।”
শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “পরীক্ষায় যারা খারাপ করেছে তাদের মনে অনেক ধরনের ধারণা এসেছে। এ ধরনের কিছু হয়নি।”
শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় ২০২২ সালের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়াসসহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে।
তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসের পরও মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। আন্দোলনের মাঝে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ফেব্রুয়ারি এক মাসের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে।
মূল ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করার সময় তাদের ওপর হামলার ঘটনাও ঘটে। যার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগকে দায়ী করেছিল।
পুরনো খবর:
মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে ফের আন্দোলনে চবি চারুকলা
চবির চারুকলা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা
আন্দোলনের মধ্যে চবির চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা
অনশনের হুমকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীদের
চবির চারুকলার আন্দোলনকারীদের উপর 'ছাত্রলীগের' হামলা