Published : 01 May 2025, 12:51 PM
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পাখির বাসা খুঁজতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয়েছে বলে স্থানীয়দের এক পক্ষ দাবি করলেও আরেক পক্ষের ভাষ্য, কিশোররা মাঠে খেলতে গিয়েছিল। টিলার নিচে ছায়ায় দাঁড়ালে মাটি ধসে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে।
বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. রহিমের ছেলে রোহান ও মো. ইমরানের ছেলে মিজবাহ ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়া সিফাত ও সিয়াম নামের আরো দুজন আহত হয়েছে।কেইপিজেড সংলগ্ন বৈরাগ পশ্চিম পাড়ায় তাদের বাসা।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখির বাসা খুঁজতে গিয়েছিল বলে শুনেছি। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।”
কীভাবে এটা ঘটল, তা খতিয়ে দেখার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা।
কোরিয়ান ইপিজেডের জিএম মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সি ব্লকের কাছে দুর্ঘটনা ঘটেছে। শিশুরা সেখানে পাখি ধরতে গিয়েছিল বলে শুনেছি।”
সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছিল না দাবি করে তিনি বলেন, “তবে জঙ্গল এলাকা হওয়ায় শিয়াল কুকুরেরা সেখানে গর্ত করে ফেলায় মাটি আলগা হয়ে থাকতে পারে। সেরকম একটি গুহা মতন জায়গায় শিশুরা গিয়ে পাখি খুঁজছিল।
হতাহতদের উদ্ধারকারী স্থানীয় নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক কিশোর তাদের গিয়ে বিষয়টি জানানোর পর তারা এসে হতাহতদের উদ্ধার করেন।
তিনি বলেন, “ওরা পাহাড়ের টিলার নিচে দাঁড়িয়ে ছিল। সেখানে একটি টিলা ভেঙে পড়লে তারা বালির নিচে চাপা পড়ে।”
কয়েক ফুট বালু সরিয়ে প্রথমে সিফাত ও সিয়ামকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে অপর দুই জনের নিস্তেজ দেহ উদ্ধার করা হয়।
নুরুল ইসলামসহ স্থানীয়দের একটি পক্ষের দাবি, স্কুল বন্ধ থাকায় স্থানীয় কিশোরেরা মাঠে খেলতে গিয়েছিল। পাহাড়ের টিলার নিচে ছায়ায় দাঁড়িয়েছিল তারা। সে সময় টিলার একটি অংশ ভেঙে পড়ে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাহাড় কেটে এলাকাটি সমতল করা হয়েছে। সেখানে পাহাড়ের ঢালেও টিলাগুলোতে বিপুল পরিমাণ পাখির বাসার গর্ত।