ট্রানজিটের আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পরীক্ষামূলক পণ্য পরিবহনের অংশ এ চালান।
Published : 19 Oct 2022, 10:18 PM
ট্রানজিটের আওতায় পরীক্ষামূলক পণ্য পরিবহনের অংশ হিসেবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় থেকে আসা এক কন্টেইনার চা পাতা নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে একটি জাহাজ।
বুধবার সকালে ট্রানজিট পণ্যের কন্টেইনারটি নিয়ে এমভি ট্রান্স সামুদেরা জাহাজটি ভারতের শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের (কলকাতা বন্দর) উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।
আট টন চা পাতা ভর্তি কন্টেইনারটি সিলেটের ভারতের ডাউকি সীমান্ত হয়ে বাংলাদেশের তামাবিল দিয়ে সড়কপথে চট্টগ্রাম বন্দরে আসে। এখন সেটি জাহাজ বোঝাই হয়ে ভারতের কলকাতায় যাচ্ছে।
ট্রান্সশিপমেন্ট: চট্টগ্রাম বন্দরে ভারতীয় পণ্যের দ্বিতীয় চালান
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাঙ্গোলাইনের ব্যবস্থাপক হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রানজিট পণ্যের কন্টেইনার নিয়ে জাহাজটি ব্ন্দর ছেড়েছে। এতে আট টন চা পাতা রয়েছে। চালানটি ভারতের মেঘালয় রাজ্য থেকে বন্দরে এসেছে।
বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে বলেও জানান তিনি।
ট্রানজিট পণ্যভর্তি জাহাজ ছাড়ার সময়ে চট্টগ্রাম বন্দরে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রানজিটের আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পরীক্ষামূলক পণ্য পরিবহনের অংশ হিসেবে এই চালান। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি কার্যকর করতে এটি ট্রায়াল রানের অংশ।
এ চুক্তির অধীনে পণ্য পরিবহনের জন্য আটটি অনুমোদিত রুট রয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় চুক্তিটি কার্যকর করতে এসওপি সই হয়।
পরে চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা রুটে ২০২০ সালের ২১ জুলাই প্রথম ‘ট্রায়াল রান’ হয়।