Published : 22 May 2023, 09:11 PM
পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করায় চট্টগ্রামের পাহাড়তলীতে এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার চট্টগ্রামের পাহাড়তলী থানায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরির্দশক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে এ মামলা করেন।
পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী বাড়ির আনিসুর রহমান চৌধুরী (৪৮) ও তার স্ত্রী বিবি ফাতেমাকে (৪১) মামলায় আসামি করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, “ছদু চৌধুরীর বাড়িতে অনুমোদন ছাড়াই পুকুর ভরাটের অভিযোগে এ মামলা হয়েছে। সোমবার অধিদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় পরিদর্শনে গিয়ে দেখা যায় পুকুরটির ১০ শতাংশ ভরাট করা হয়েছে এবং সেখানে টিনের ঘর নির্মাণ করা হয়েছে।”
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ডিসেম্বরে পুকুর ভরাটের খবর পাওয়ার পর নোটিশ দিয়ে তা বন্ধ রাখতে বলা হয়। চলতি বছরের ২ এপ্রিল আবার শুনানি হয় এবং সেখানে পুকুরটি পুণঃখনন করে পূর্বাস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানায় এই মামলা করা হয়েছে।