মাহবুব রহমান রুহেলের বিরুদ্ধে অভিযোগ, তার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মীদের হুমকি দিয়েছে।
Published : 15 Dec 2023, 08:20 PM
আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ‘হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ পাওয়ার পর চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলের ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আওয়ামী লীগের প্রার্থী রুহেলকে নিজে অথবা প্রতিনিধের মাধ্যমে ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের পেশকার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রার্থী মাহবুব রহমান রুহেলকে শোকজ করা হয়েছে।”
কারণ দর্শানোর ওই চিঠিতে বলা হয়, “স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের আপনার কর্মী সমর্থকরা হুমকি ধমকি, হামলা ও প্রাণে মেরে ফেলার ভয়-ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ প্রসূত ও উসকানিমূলক বক্তব্য প্রচার করছেন।
“আপনার অনুসারীগণ কর্তৃক কৃত উপরোক্ত কার্যাবলী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন।”
চিঠিতে বলা হয়, “এমতাবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ প্রেরণ করা হবে না তা আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৩টার সময় জেলা জজ আদালত ভবনে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হল।”
চট্টগ্রাম-১ আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এবার তিনি আর এ আসনে নির্বাচন করছেন না। তার আসনে দলের মনোনয়ন পেয়েছেন তার ছেলে মাহবুব রহমান রুহেল।
এ আসনে স্বতন্ত্রী প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। শুরুতে বাছাইযে তার প্রার্থীতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আবেদন করে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন।