স্বৈরাচার বিরোধী ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে চট্টগ্রামের রাজপথের অন্যতম মুখ ছিলেন এই রাজনীতিবিদ।
Published : 14 Jan 2023, 10:21 PM
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক মারা গেছেন।
শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
চট্টগ্রামে ১৪ দলের নেতা তাজুর মুল্লুক পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
তার ভাইঝি পটিয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চাচা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পটিয়া মুকুটনাইট স্কুলের মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্বৈরাচার বিরোধী ও সাম্প্রদায়িকতা বিরোধীতা আন্দোলনে চট্টগ্রামের রাজপথের অন্যতম মুখ ছিলেন তাজুর মুল্লুক। তিনি দীর্ঘদিন কৃষক রাজনীতিও করেছিলেন। সবশেষ গণজাগরণ মঞ্চের আন্দোলনেও সক্রিয় ছিলেন।
তাজুর মুল্লুক তিন ছেলে ও এক মেয়ের জনক।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, বিজন চক্রবর্তী, তিমির বরণ চৌধুরী, ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।