“এ সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায় বিপদাপন্ন হলে আমরা আবারও কর্মসূচি দিতে বাধ্য হব,” বলেন চিন্ময়কৃঞ্চ।
Published : 07 Nov 2024, 02:49 PM
আট দফা দাবি নিয়ে আন্দোলন করে আসা ‘সনাতন জাগরণ মঞ্চ’ সারাদেশে তাদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত করেছে।
সরকারের ‘সদিচ্ছা’ এবং রাজনৈতিক দলগুলোর ‘প্রচেষ্টার’ কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারী।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবিতে আন্দোলন করে আসছি। এর মধ্যে আমাদের সাথে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় ছুটি বাড়নোসহ হিন্দুদের কিছু দাবি মানা হয়েছে এবং বাকিগুলোর জন্য কাজ চলছে বলে জানানো হয়।
‘‘এছাড়া বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহ মামলার বাদীকে বহিষ্কার করা হয়েছে এবং মামলাটি প্রত্যাহারের জন্য প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। সম্প্রতি হাজারী গলিতে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়াশীল চক্র দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় আছে।”
চিন্ময়কৃষ্ণ বলেন, “সরকারের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর আস্থা রেখে আমরা আমাদের কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এ সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায় বিপদাপন্ন হলে আমরা আবারও কর্মসূচি দিতে বাধ্য হব।”
৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন এবং মঠ মন্দিরে হামলার প্রতিবাদে ‘সনাতন জাগরণ মঞ্চের’ আত্মপ্রকাশ ঘটে। তারা বিভিন্ন সময়ে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করে।
গত ২৫ অক্টোবর আট দফা দাবিতে নগরীর লালদীঘি মাঠে প্ল্যাটফর্ম বিশাল সমাবেশ করে এবং দেশের আটটি বিভাগেও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
সেদিন নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা টাঙানোর অভিযোগে চিন্ময়কৃঞ্চ দাশসহ ১৯ জনের বিরুদ্ধে গত ৩০ অক্টোবর কোতয়ালী থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন ফিরোজ খান নামে এক বিএনপি নেতা।
এর প্রতিবাদে গত ৩১ অক্টোবর নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করে পরদিন সারাদেশের ৬৪ জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ। এছাড়া গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় তারা। এর মধ্যে বিএনপি থেকে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ফিরোজ খানকে অব্যাহতি দেওয়া হয় দলটির পক্ষ থেকে।
এদিকে ফেইসুবকে একটি ধর্মীয় সংগঠনের নামে এক ব্যক্তির দেয়া পোস্টকে কেন্দ্র করে নগরীর হিন্দু অধ্যুষিত হাজারী গলিতে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনায় পাঁচ সেনা ও সাত পুলিশ সদস্য আহত হয় মঙ্গলবার রাতে। পরবর্তীতে যৌথ বাহিনী গভীর রাতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মোট ৮০ জনকে আটক করে। বুধবার ওষুধের পাইকারি বাজারখ্যাত হাজারী গলির বিভিন্ন দোকান সিলগালা করে যৌথবাহিনী বন্ধ করে দেয়।
চিন্ময়কৃঞ্চ প্রভু বলেন, শুক্রবারে খুলনায় এবং আগামী ২২ নভেম্বর রংপুরে বিভাগীয় সমাবেশের কর্মসূচি ছিল। উদ্ভূত পরিস্থিতিতে এসব কর্মসূচিও স্থগিত থাকবে।