Published : 29 Apr 2025, 01:55 PM
চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ান হাট মোড়ে এ ঘটনায় তিনজনকে আটকও করা হয়েছে।
ব্যাটারিচালিত রিকশা জব্দ করা এবং হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে 'রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ' এর চট্টগ্রাম জেলা শাখা এই সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল।
সে অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে পরিষদের সদস্যরা সেখানে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরিষদের সদস্য সচিব মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কারণ ছাড়াই পুলিশ এসে আমাদের মারধর করে।”
ঘটনাস্থল থেক পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, “আমরা রাস্তার পাশে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করছিলাম। কিন্তু পুলিশি বাধায় করতে পারিনি। পুলিশি হামলায় আমাদের তিন-চারজন আহত হয়েছেন।”
আটক তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– 'রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ' চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক এবং বাসদ চট্টগ্রামের প্রধান আল কাদেরি জয় ও সংগঠক মিরাজ উদ্দিন।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা কোনো অনুমতি ছাড়া বেআইনিভাবে দেওয়ানহাট মোড়ে যানবাহন বন্ধ করে আন্দোলন করছিল। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।”