চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হলে হরিণটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
Published : 03 Mar 2025, 08:00 PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে একটি আহত হরিণকে উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার বিকালে আহত হরিণটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপকূলীয় বন বিভাগ সীতাকুণ্ডের রেঞ্জ কর্মকর্তা রনি আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হরিণটির ঘাড়ে কুকুরের কামড়ের দাগ আছে।
“এই মৌসুমে সাগরের পানি অতিরিক্ত লবণাক্ত হওয়ায় হয়ত হরিণটি পানির সন্ধানে ওই এলাকায় গিয়েছিল। হরিণটি কি শুধু কুকুরের তাড়া খেয়েছে না কি এ ঘটনায় কোনো লোকজন জড়িত, তা আমরা তদন্ত করে দেখব।”
উদ্ধার হওয়া হরিণটি চিত্রা প্রজাতির। সচরাচর ম্যানগ্রোভ বনে এই হরিণের দেখা মেলে।
উপকূলীয় বেড়িবাঁধের যে স্থান থেকে হরিণটিকে উদ্ধার করা হয়েছে, সেটির অদূরে মীরসরাই উপকূলীয় ম্যানগ্রোভ ফরেস্ট থাকার তথ্য দিয়ে রেঞ্জ কর্মকর্তা রনি আলী বলেন, “সেখানে হরিণের বসবাস আছে। সম্ভবত সেখান থেকেই পানির খোঁজে এদিকে হরিণটি এসেছে।”
উদ্ধারের পর আহত হরিণটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, সেখানে আরও চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হলে হরিণটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।