কার্যকর ক্যামিও ইনিংস খেলার পর আঁটসাঁট বোলিংয়ে এই লেগ স্পিনার নিয়েছেন ৩ উইকেট, ধরেছেন দারুণ ক্যাচ।
Published : 04 Nov 2023, 10:32 PM
শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ছন্দ খুঁজে পাওয়ার পর যেন উড়ছেন অ্যাডাম জ্যাম্পা। প্রতি ম্যাচেই পাচ্ছেন উইকেট। এবার দলের প্রয়োজনের সময় ব্যাট হাতেও দাঁড়িয়ে গেলেন জ্যাম্পা, সঙ্গে নিলেন দারুণ ক্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক তিনিই।
আহমেদাবাদে শনিবার ৩৩ রানে জিতেছে বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া। ২৮৬ রান তাড়ায় জ্যাম্পার স্পিনে ভুগে ২৫৩ রানে থেমেছে ইংল্যান্ড। এই হারে শিরোপা ধরে রাখার আশা পুরোপুরিই শেষ হয়ে গেছে জস বাটলার, বেন স্টোকসদের।
শেষ দিকে ১৯ বলে চারটি চারে জ্যাম্পা খেলেন ২৯ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস। নবম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে গড়েন ৩৮ রানের জুটি।
পরে দারুণ বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ২১ রান দিয়ে নেন স্টোকস, বাটলার ও মইন আলির উইকেট। মিডল অর্ডারে তার ছোবলের ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি টুর্নামেন্টে নিজেদের খুঁজে ফেরা ইংল্যান্ড।
ইংল্যান্ডের ক্ষীণ আশাটুকুও গুঁড়িয়ে দেওয়া জ্যাম্পা ওয়ানডেতে তৃতীয়বার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার, বিশ্বকাপে দ্বিতীয়বার।
১৯ উইকেট নিয়ে আপাতত বিশ্বকাপের চলতি আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে এসেছেন জ্যাম্পা। ১৮ উইকেটই নিয়েছেন শেষ ৫ ম্যাচে।