সতীর্থদের মুক্ত মনে খেলার পরামর্শ উইলিয়ামসনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2019 01:38 AM BdST Updated: 09 Jul 2019 01:38 AM BdST
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের দুই ওপেনার ব্যর্থ। রান খরা চলছে মিডল-অর্ডারেও। শক্তিশালী ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে সাফল্য পেতে তাই সতীর্থ ব্যাটসম্যানদের মুক্ত মনে খেলার পরামর্শ দিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রাথমিক পর্বে কিউইদের পক্ষে সর্বোচ্চ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ৯৬-এর বেশি গড়ে ৪৮১ রান করেছেন উইলিয়ামসন। প্রায় ৩৮ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ রান করেছেন অভিজ্ঞ রস টেইলর।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। আগের দিন সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের খেলতে না পারার জন্য ইংল্যান্ডের বৈচিত্রময় কন্ডিশনের কথা বলেন উইলিয়ামসন।
“আমরা অনেকটা নিশ্চিত ছিলাম যে বিশ্বকাপটা কঠিন হবে। কিন্তু টুর্নামেন্টে আসার সময় যেটা আমরা একদমই আশা করিনি তা হলো কন্ডিশনের এত বেশি পার্থক্য যার মুখোমুখি হয়েছি আমরা।”
“তা নিশ্চিতভাবে সবার জন্যই যে কোনো ছন্দে ব্যাটিং করাটাকে সত্যিকারের চ্যালেঞ্জে পরিণত করেছে। তাই ব্যাট হাতে মানিয়ে নিতে পারা এবং শুধু অবদান রাখার চেষ্টা করা … অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ।”
“আমি জানি যে, সুযোগটা পেয়ে দলের সবাই মাঠে নেমে চেষ্টা করতে মুখিয়ে আছে। স্বাধীনভাবে ব্যাট করো যা আমাদেরকে সেরা সুযোগ দিবে।”
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?