৮ বছর পর বিশ্বকাপে এনামুল

আঙুলের চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 12:24 PM
Updated : 7 Nov 2023, 12:24 PM

সাকিব আল হাসানের চোটে কপাল খুলল এনামুল হকের। ৮ বছরের বেশি সময় পর এই টপ অর্ডার ব্যাটসম্যান সুযোগ পেলেন বিশ্বকাপ দলে।

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। 

দিল্লিতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান সাকিব। তবে ব্যথানাশক নিয়ে ও টেপ পেঁচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে এক্স-রে করা হলে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে।

নিয়মিত অধিনায়কের বদলি হিসেবে এনামুলকে বেছে নিয়েছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান।

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্ব মঞ্চে নামার হাতছানি এনামুলের সামনে। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া ২০১৫ সালের আসরে তিনি প্রথমবার বিশ্বকাপ দলে ছিলেন। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে কাঁধের চোটে ছিটকে যান তিনি।

এবার সাকিবের চোটে পুনরায় বিশ্বকাপ খেলার সামনে এনামুল। এখন পর্যন্ত ৪৫ ওয়ানডেতে ৫ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ১ হাজার ২৫৮ রান করেছেন তিনি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।