নেদারল্যান্ডসকে উড়িয়ে ইংল্যান্ডের স্বস্তির জয়

টানা পাঁচ হারের পর জয়ের স্বাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 03:54 PM
Updated : 8 Nov 2023, 03:54 PM

মইন আলিকে অনেকটা বেরিয়ে এসে খেলার চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হলেন শেষ ব্যাটসম্যান পল ফন মেকেরেন। বল ধরে স্টাম্প ভেঙে দিলেন কিপার জস বাটলার, স্টাম্পিং। ইংলিশ অধিনায়কের মুখে ফুটে উঠল বিস্তৃত হাসি। পরে সতীর্থদের সঙ্গে মাঠও ছাড়লেন তিনি হাসি মুখে, অবশেষে! টানা পাঁচ ম্যাচে হারের হতাশায় ডোবার পর যে জয়ের স্বাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে তলানির লড়াইয়ে পুনেতে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের জয় ১৬০ রানে। ৩৩৯ রানের পুঁজি গড়ে ডাচদের ১৭৯ রানে গুটিয়ে দেয় বাটলারের দল।

এই জয়ে তলানি থেকে সাত নম্বরে উঠে এলো ইংল্যান্ড। উজ্জ্বল করল সেরা আটে থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।

সাত থেকে বাংলাদেশ নেমে গেল আটে। পরের দুটি স্থানে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। চার দলেরই পয়েন্ট সমান ৪। ম্যাচ বাকি সবার একটি করে।

আসরে আট ম্যাচে ইংল্যান্ডের স্রেফ দ্বিতীয় জয় এটি। এবারের নায়ক বেন স্টোকস। বিশ্বকাপে নিজের প্রথম শতকে ৮৪ বলে ৬টি করে ছক্কা ও চারে ১০৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই।

দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিতে ৭৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৭ রান করেন ওপেনার দাভিদ মালান। আটে নেমে ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস।

বোলিংয়ে ভালো করেন প্রায় সবাই। সমান ৩টি করে শিকার ধরেন অফ স্পিনিং অলরাউন্ডার মইন ও লেগ স্পিনার আদিল রশিদ।

একটি উইকেট নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে ইয়ান বোথামের পাশে বসেন ওকস, দুজনেরই উইকেট এখন ৩০টি করে।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এ দিন টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তাদের ইনিংসকে ভাগ করা যায় তিন ভাগে। প্রথম ২০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। পরের ২০ ওভারে ৮৩ রান তুলতে হারায় ৫ উইকেট। শেষ ১০ ওভারে আবার ৩ উইকেট হারিয়ে করে ১২৪ রান।

উদ্বোধনী জুটিতে জনি বেয়ারস্টো ও মালান যোগ করেন ৪৮ রান। বেয়ারস্টো ইনিংস টেনে নিতে পারেননি যদিও। দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে ৮০ বলে ৮৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন মালান।

দুই থিতু ব্যাটসম্যানই ফেরেন পরপর দুই ওভারে। শতকের সম্ভাবনা জাগিয়ে মালান কাটা পড়েন রান আউটে। এরপর হ্যারি ব্রুক, বাটলার, মইনের কেউ টিকতে পারেননি।

১ উইকেটে ১৩৩ থেকে একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৯২। সেখান থেকে ইনিংসের সেরা ৮১ বলে ১২৯ রানের বিস্ফোরক জুটিতে দলের স্কোর তিনশ পার করেন স্টোকস ও ওকস।

স্টোকস পঞ্চম ওয়ানডে শতক পূর্ণ করেন ৭৮ বলে। তার ইনিংস থামে শেষ ওভারে।

৩ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সফলতম বোলার বাস ডে লেডে। বিশ্বকাপে ডাচদের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে বাবা টিম ডে লেডের পাশে বসলেন তিনি, দুজনেরই শিকার ১৪টি করে।

বড় লক্ষ্য তাড়ায় ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে যে ধাক্কা খায় নেদারল্যান্ডস, সেটি আর কাটিয়ে উঠতে পারেনি তারা।

১০৪ রানে ৫ উইকেট হারানোর পর স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানুরুর ৫০ বলে ৫৯ রানের জুটিতে পরাজয়ের ব্যবধানই কমে শুধু। নিদামানুরু শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৯/৯ (বেয়ারস্টো ১৫, মালান ৮৭, রুট ২৮, স্টোকস ১০৮, ব্রুক ১১, বাটলার ৫, মইন ৪, ওকস ৫১, উইলি ৬, অ্যাটকিনসন ২*, রশিদ ১; আরিয়ান ১০-০-৬৭-২, ফন বিক ১০-০-৮৮-২, মেকেরেন ১০-০-৫৭-১, ডে লেডে ১০-০-৭৪-৩, ফন ডার মেরওয়া ৩-০-২২-০, আকারম্যান ৭-০-৩১-০)

নেদারল্যান্ডস: ৩৭.২ ওভারে ১৭৯ (বারেসি ৩৭, ও’ডাওড ৫, আকারম্যান ০, এঙ্গেলব্রেশট ৩৮, ডে লেডে ১০, নিদামানুরু ৪১*, ফন বিক ২, ফন ডার মেরওয়া ০, আরিয়ান ১, মেকেরেন ৪; ওকস ৭-০-১৯-১, উইলি ৭-২-১৯-২, অ্যাটকিনসন ৭-০-৪১-০, মইন ৮.২-০-৪২-৩, রশিদ ৮-০-৫৪-৩)

ফল: ইংল্যান্ড ১৬০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বেন স্টোকস