‘পাকিস্তানের বিপক্ষে জয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে’

আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রটের মতে, পাকিস্তানের বিপক্ষে জয় দেশটিতে ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথ সহজ করবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 08:15 AM
Updated : 24 Oct 2023, 08:15 AM

এবারের বিশ্বকাপে নতুন করে নিজেদের ইতিহাস লিখেছে আফগানিস্তান। ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হারিয়ে প্রথমবার তারা এক আসরে পেয়েছে একাধিক জয়। খেলোয়াড়দের এমন পারফরম্যান্স দেশটির নতুন প্রজন্মকে ক্রিকেটে মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রধান কোচ জোনাথন ট্রট। 

চেন্নাইয়ে পারফরম্যান্সেই জিতেছে আফগানরা। পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ‍্যে ভড়কে না গিয়ে বরং নিখুঁত ব্যাটিংয়ে ৮ উইকেটের দারুণ জয় পেয়েছে হাশমাতউল্লাহ শাহিদির দল। 

আগের দুই আসর মিলে স্রেফ এক জয় পাওয়া আফগানরা এবার এরই মধ‍্যে হারাল বিশ্বকাপে শিরোপা জেতা দুটি দলকে। ইংল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষেও জয়ের পর সংবাদ সম্মেলনে ট্রট জানান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরও সাহায্য করবে এটি।

“আমার মতে, এটি আবারও দেখিয়েছে যে দেশের হয়ে খেলতে এই দলটিতে কত প্রতিভা রয়েছে। যেমনটা ইংল্যান্ডকে হারানোর সময়ও দেখা গেছে। এটি আরেক প্রজন্মকে ক্রিকেট ব্যাট-বল হাতে নিতে অনুপ্রাণিত করে। ফিল্ডিং ও ফিটনেস নিয়ে কাজ করার প্রেরণা পায়।”

“আমরা দেখেছি, ছেলেরা আজ (সোমবার) ফিটনেসের দিক থেকে দারুণ ছিল। ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ইব্রাহিম (জাদরান) আবার ৩৫-৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। এটি ওর জন্য অনেক বড় কৃতিত্ব।”

দারুণ দুই জয়ে এরই মধ্যে নিজেদের সফলতম বিশ্বকাপ পারফরম্যান্সের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না আফগান কোচ। বরং এই জায়গা থেকে দলের প্রতি আরও ধারাবাহিকতার তাগিদ সাবেক ইংলিশ ব্যাটসম্যানের।

“আমার মতে, বার্তাটা হলো ধারাবাহিকতার এবং এটি বলতে ভয় না পাওয়া যে, আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে, তাই সেটি করি। আমরা যদি ধীরে ধীরে উন্নতি করি, আমার মতে, সার্বিকভাবে দলের উন্নতি হবে এবং আজকের (সোমবার) মতো চাপ সামাল দিতে সক্ষম হব।”