ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন কুইন্টন ডি কক, ভিরাট কোহলি।
Published : 11 Oct 2023, 03:53 PM
বিশ্বকাপের ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর আরেকটি সুখবর পেলেন দাভিদ মালান। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন ইংলিশ ওপেনার। এছাড়া দারুণ ব্যাটিংয়ে এগোলেন কুইন্টন ডি কক, ভিরাট কোহলিরা।
র্যাঙ্কিংয়ে হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি। ভারতের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর এককভাবে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউড।
ধারামশালায় মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ১০৭ বলে ১৪০ রান করেন। ইংল্যান্ডের বড় জয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এই সেঞ্চুরির সৌজন্যে ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে গেছেন তিনি। বর্তমানে ক্যারিয়ার সেরা ৭১১ রেটিং পয়েন্ট তার।
সেরা দশের ভেতরে পরিবর্তন আছে আর দুটি। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির সৌজন্যে এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপের মুখে ৮৫ রানের সৌজন্যে দুই ধাপ এগোনো কোহলি এখন আছেন সাত নম্বরে।
এছাড়া লোকেশ রাহুল ১৫ ধাপ এগিয়ে ১৯, এইডেন মারক্রাম ১১ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন।
৮৩৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই নম্বরে থাকা শুবমান গিলের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৫।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৬৮২ রেটিং নিয়ে শীর্ষস্থানে উঠেছেন হেইজেলউড। ভারতের বিপক্ষে ৩৮ রানে ৩ উইকেটের সৌজন্যে ১৩ পয়েন্ট পেয়েছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে মোহাম্মদ সিরাজের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে ছিলেন তিনি।
এছাড়া তিন ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন ভারতের কুলদিপ ইয়াদাভ। সেরা দশে পরিবর্তন আছে আর দুটি। দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন ট্রেন্ট বোল্ট। ম্যাট হেনরি চার ধাপ এগিয়ে উঠেছে পাঁচে।
অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানেই রয়েছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেট ও ঝড়ো ৩৬ রানের ইনিংসের সৌজন্যে তিন ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন মিচেল স্যান্টনার।