নিজের ব্যাটিংয়ের ধরনে কোনো পরিবর্তন চান না ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
Published : 15 Jan 2024, 09:28 PM
বোলারদের ওপর ছড়ি ঘোরাতে পছন্দ করেন শ্রেয়াস আইয়ার। ক্রিজে গিয়েই মনোযোগ দেন দ্রুত রান তোলায়। আগ্রাসী ব্যাটিংয়ে গড়তে চান ইনিংস। আর এটাকেই নিজের সহজাত খেলা মনে করেন ভারতীয় ব্যাটসম্যান। পরিস্থিতি যা-ই হোক, ভয়ডরহীন ব্যাটিং থেকে নড়তে নারাজ তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটির দলে আছেন শ্রেয়াস। আগামী ২৫ জানুয়ারি বেঙ্গালুরুতে শুরু প্রথম টেস্ট, দ্বিতীয়টি বিসাখাপাত্নামে ২ ফেব্রুয়ারি।
সিরিজটিকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেই লক্ষ্যে পাঁচ বছর পর খেলছেন রঞ্জি ট্রফিতে। আন্ধ্রার বিপক্ষে মুম্বাইয়ের হয়ে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৭ চারে ৪৮ বলে ৪৮ রান। আন্ধ্রার পেসারদের শর্ট বল তাকে ভাবাতে পারেনি মোটেও। ৭৫ শতাংশ রানই করেন তিনি লেগ সাইডে পুল শট কিংবা ফ্লিক করে। তার ৭ বাউন্ডারির একটি কেবল এসেছে অফ সাইড দিয়ে।
কট বিহাইন্ড হওয়া শ্রেয়াস ইনিংস বড় করতে না পারলেও আক্ষেপ নেই তার। দলের ১০ উইকেটের জয়ের পর বললেন, এভাবেই বোলারদের ওপর আগ্রাসন চালিয়ে যেতে চান তিনি।
“পরিস্থিতি যাই হোক না কেন, আমি আক্রমণাত্মক খেলব। প্রতিপক্ষ যখন নেতিবাচক বোলিং করে, শুরুতে নিরাপদ এবং রক্ষণাত্মক বোলিংয়ের পথ বেছে নেয়, তখন আপনি রান করতে চাইবেন এবং দলকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যেতে চাইবেন। এটাই ছিল আমার মানসিকতা, আর সেটাতেই অটল ছিলাম। রান যা-ই হোক না কেন আমি (নিজের ইনিংস নিয়ে) খুশি ছিলাম।”
ওয়ানডেতে শ্রেয়াসের স্ট্রাইক রেট ১০১.২৭। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ১৩৬.১২। প্রথম শ্রেণির ক্রিকেটে মিডল অর্ডার এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেটে ৭৮.৬৩। টেস্টে অবশ্য কিছুটা কম ৬৫.৩৪।