পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে ভারত অধিনায়ককে।
Published : 25 Jul 2023, 07:49 PM
ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে এবং আম্পায়ারদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন হারমানপ্রিত কৌর। ভিন্ন দুই অপরাধে দুই রকম শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি। সব মিলিয়ে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচের তিন দিন পর মঙ্গলবার সংবাদ বিবৃতিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি।
মিরপুরে শনিবার বাংলাদেশ সফরের শেষ ম্যাচে বেশ কয়েকবার মেজাজ হারান হারমানপ্রিত। নিজের ব্যাটিংয়ের সময় নাহিদা আক্তারের বলে ক্যাচ আউটের সিদ্ধান্ত মানতে পারেননি তিনি।
শুরুতে এক হাত দিয়ে থাবা মারেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। আম্পায়ারের দিকে তাকান আগুনে দৃষ্টিতে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে।
আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে বলতে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। সীমানার কাছে গিয়ে স্বাগতিক দর্শকদের উদ্দেশে ‘থামস আপ’ দেখান তিনি। এখানেই শেষ নয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আম্পায়ারিং নিয়ে বাজেভাবে ক্ষোভ প্রকাশ করেন।
টুকটাক আম্পায়ারিং নিয়ে অভিযোগের ঘটনা প্রায় নিয়মিতই দেখা যায় ক্রিকেটে। কিন্তু ঢালাওভাবে দুই দফায় আম্পায়ারিং নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হারমানপ্রিত।
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ‘টাই’ হয় ম্যাচটি। ১-১ এ ড্র হয় সিরিজ। পরে ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ দলকেও কটাক্ষ করেন তিনি।
হারমানপ্রিতের এই অপ্রীতিকর কাণ্ডে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ভারতের সাবেক ক্রিকেটাররাও সমালোচনায় বিদ্ধ করেন নারী দলের অধিনায়ককে। এবার তিনি শাস্তি পেলেন আইসিসির কাছ থেকে।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ ও বাজে আচরণের কারণে তার ওপর ‘লেভেল ২’ আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। এর প্রেক্ষিতে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে।
মেয়েদের ক্রিকেটে ‘লেভেল ২’ আইন ভঙ্গ করা প্রথম খেলোয়াড় হলেন হারমানপ্রিত। এর আগে ২০১৭ সালের বিশ্বকাপে মাঠে হেলমেট ছুঁড়ে মারায় ‘লেভেল ১’ অপরাধের শাস্তি পান তিনি।
এছাড়া ‘আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনায় ঢালাওভাবে সমালোচনা’ করায় ম্যাচ ফি’র আরও ২৫ শতাংশ কাটা পড়বে হারমানপ্রিতের। এর সঙ্গে যোগ হয় আরও ১টি ডিমেরিট পয়েন্ট। এটি আইসিসির কোড অব কন্ডাক্টের ‘লেভেল ১’ ভঙ্গের আওতায় পড়ে।
মাঠের দুই আম্পায়ার তানভির আহমেদ ও মোহাম্মদ কামরুজ্জামান, টিভি আম্পায়ার মনিরুজ্জামানের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।
নিজের অপরাধ স্বীকার করে হারমানপ্রিত এই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
সব মিলিয়ে হারমানপ্রিত ৪টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এটি দুইটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নিয়েছে। এর ফলে একটি টেস্ট, দুইটি ওয়ানডে বা দুইটি টি-টোয়েন্টির মধ্যে যে ম্যাচগুলো আগে আসবে, সেগুলো খেলতে পারবেন না হারমানপ্রিত।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, এই নিষেধাজ্ঞার ফলে সেপ্টেম্বরে এশিয়ান গেমসের দুই ম্যাচ খেলতে পারবেন না ভারত অধিনায়ক।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্বয়ংক্রিয়ভাবে গেমসের সেরা আটে পৌঁছে গেছে ভারত। কোয়ার্টার-ফাইনালের ওই ম্যাচ এবং সেখানে জিতলে সেমি-ফাইনালও খেলতে পারবেন না হারমানপ্রিত।