২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জয়ের 'দুই জীবনে' স্বস্তিতে দিন শেষ

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১

 

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩ 

 

বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১

21 Apr 2025, 05:42 PM

স্বস্তিতে দিন শেষ

মাহমুদুল হাসান জয় দুইবার জীবন পাওয়ায় দ্বিতীয় দিনের শেষ বেলা ভালোই কাটল বাংলাদেশের। ১ উইকেট হারিয়ে স্নায়ু চাপের কঠিন সময় পার বরে দিতে পারল তারা।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ১৩ ওভারে ১ উইকেটে ৫৭। ৪২ বলে ছয় চারে ২৮ রানে ব‍্যাট করছেন জয়। ২৬ বলে তিন চারে মুমিনুল হকের রান ১৫।

৬ ও ১৮ রানে জীবন পান জয়। প্রথম ক‍্যাচ ছিল খুবই সহজ, আলস‍্যেভরা চেষ্টায় সেটি গ্লাভসে নিতে পারেননি জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভো। পরেরটি ছিল বেশ কঠিন, চতুর্থ স্লিপে গতির জন‍্য হাত ছোঁয়াতে পারেননি বেন কারান।

সাদমান ইসলামের বিদায়ের পর বাকি সময়টুকু আস্থার সঙ্গে খেলেছেন মুমিনুল হক।

এখনও ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। তৃতীয় দিন তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ‍্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩

বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১ (সাদমান ৪, জয় ২৮*, মুমিনুল ১৫*; নিয়াউচি ৫-২-১১-০, মুজারাবানি ৪-০-২১-১, এনগারাভা ৪-০-২০-০)

21 Apr 2025, 05:29 PM

ফের জীবন পেলেন জয়

রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দিলেন মাহমুদুল হাসান জয়। বুলেট গতিতে বল চলে গেলে চতুর্থ স্লিপে ফিল্ডারের মাথার উপর দিয়ে!

প্রতিক্রিয়া দেখাতে অনেক দেরি করে ফেললেন বেন কারান। বলে হাত ছোঁয়াতে পারলেন না তিনি। সে সময় ১৮ রানে ছিলেন জয়।

পরের বলে আরেকটি বাউন্ডারি মারেন জয়।

এর আগে ব্লেসিং মুজারাবানির বলে ৬ রানে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোকে সহজ ক‍্যাচ দিয়েও বেঁচে যান তিনি।

১১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫১।

21 Apr 2025, 05:04 PM

জীবন পেলেন জয়

সাদমান ইসলামের পর মাহমুদুল হাসান জয়ের উইকেটও পেতে পারতেন ব্লেসিং মুজারাবানি। উইকেটের পেছনে ক‍্যাচ নিতে পারলেন কেউ।

অফ স্টাম্পের বাইরে বল জয়ের ব‍্যাটের কানা ছুঁয়ে যায় স্লিপ কর্ডনে। প্রতিক্রিয়া দেখাতে বেশ দেরি করে ফেলেন উইকেটরক্ষক নিয়াশা মায়াভো। তার গ্লাভসে লেগে বেরিয়ে যায় বল, চার পেয়ে যান জয়!

সে সময় ৬ রানে ছিলেন এই ওপেনার।

৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৭।

21 Apr 2025, 04:58 PM

ফের ব‍্যর্থ সাদমান

প্রথম ইনিংসে বড় রান করতে না পারা সাদমান ইসলাম এবারও ব‍্যর্থ। চতুর্থ ওভারে ফিরে গেলেন বাঁহাতি এই ওপেনার।

ব্লেসিং মুজারাবানির বলে ঠিকঠাক ড্রাইভ করতে পারেননি তিনি। ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে, শন উইলিয়ামসের হাতে।

১০ বলে ১ চারে ৪ রান করেন সাদমান।

৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৩। ক্রিজে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী মুমিনুল হক।

21 Apr 2025, 04:58 PM

জিম্বাবুয়ের ব‍্যর্থ রিভিউ

এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে ব‍্যর্থ হলেন তিনি, জিম্বাবুয়ে হারাল প্রথম রিভিউ।

ভিক্টর নিউয়াচির বলে ব‍্যাট ছোঁয়াতে পারেননি মাহমুদুল হাসান জয়। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। একটু ভেবে রিভিউ নেন আরভিন।

বল ট্র‍্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল। টিকে যান জয়।

৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯।

21 Apr 2025, 04:37 PM

জিম্বাবুয়ের ৮২ রানের লিড

শন উইলিয়ামস ও ব্রায়ান বেনেটের পঞ্চাশ এবং অন‍্যদের মিলিত অবদানে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেওয়া দলটি থেমেছে ২৭৩ রানে।

৫২ রানে ৫ উইকেট নিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেটে পেয়েছেন নাহিদ রানা। অন‍্য দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮২.২ ওভারে ২৭৩ (বেনেট ৫৭, কারান ১৮, ওয়েলচ ২, উইলিয়ামস ৫৯, আরভাইন ৮, মাধেভেরে ২৪, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, এনগারাভা ২৮*, মুজারাবানি ১৭, নিয়াউচি ৭; হাসান ১৭-৪-৫৫-১, নাহিদ ১৮-৩-৭৪-৩, খালেদ ১৫-৫-৩০-১, মিরাজ ২০.২-৫-৫২-৫, তাইজুল ১০-০-৫৩-০)

21 Apr 2025, 04:28 PM

মিরাজের ৫ উইকেটে থামল জিম্বাবুয়ে

দারুণ বোলিংয়ে ক‍্যারিয়ারে একাদশবার পাঁচ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। তবে সবার মিলিত চেষ্টায় ৮২ রানের লিড নিল জিম্বাবুয়ে।

দ্বিতীয় নতুন বল নেওয়ার পর দ্বিতীয় বলেই জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সমাপ্তি টানলেন মিরাজ। তাকে স্লগ করে ছক্কায় ওড়ানোর চেষ্টায় এক্সট্রা কাভারে তাইজুল ইসলামের হাতে ধরা পড়লেন ভিক্টর নিয়াউচি।

১৮ বলে নিয়াউচি করেন ৭ রান। একটি করে ছক্কা ও চারে ৪৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন রিচার্ড এনগারাভা।

21 Apr 2025, 04:11 PM

নিয়াউচির ক‍্যাচ ছাড়লেন সাদমান

জিম্বাবুয়ের প্রথম ইনিংস সমাপ্তি টানার সুযোগ হাতছাড়া করলেন সাদমান ইসলাম। তাইজুল ইসলামের বলে প্রথম স্লিপে ভিক্টর নিয়াউচির সহজ ক‍্যাচ ছাড়লেন তিনি।

সে সময় ২ রানে ছিলেন নিয়াউচি।

৭৬ ওভারে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২৬৩।

21 Apr 2025, 04:05 PM

বিরক্ত করা জুটি ভাঙলেন মিরাজ

বল গ্লাভসে নিয়েই বেলস ফেলে দিলেন জাকের আলি। দীর্ঘক্ষণ সময় নিয়ে নানা দিক থেকে দেখে তৃতীয় আম্পায়ার জানালেন, স্টাম্পড ব্লেসিং মুজারাবানি!

মেহেদী হাসান মিরাজের বল বেরিয়ে এসে ব‍্যাটে খেলতে পারেননি মুজারাবানি। ঠিক সময়ে ফিরতেও পারেননি তিনি। জাকের বেলস ফেলে দেওয়ার সময় তা পা আটকে ছিল লাইনে! তাতে ভাঙল ৩৮ বল স্থায়ী ৩৬ রানের জুটি।

১৬ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করেন মুজারাবানি।

৭৫ ওভারে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২৫৯। ক্রিজে রিচার্ড এনগারাভার সঙ্গী ভিক্টর নিয়াউচি।

21 Apr 2025, 04:00 PM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

বিরক্ত করা নবম উইকেট জুটি ভাঙতে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত।

রিপ্লেতে দেখা গেছে, মেহেদী হাসান মিরাজের বল লেগেছিল রিচার্ড এনগারাভার ব‍্যাটের মাঝে! তাতে বাংলাদেশ হারাল প্রথম রিভিউ।

৭৪.২ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ২৫৮।

21 Apr 2025, 03:37 PM

মাসাকাদজাকে ফিরিয়ে মিরাজের তিন

পরপর দুই ওভারে উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। নিয়াশা মায়াভোর পর ওয়েলিং মাসাকাদজাকে ফেরালেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

অফ স্টাম্পের বাইরের ফ্লাইটেড ডেলিভারিতে বড় শটের চেষ্টায় সফল হননি মাসাকাদজা। শর্ট কাভারে নিচু ক‍্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।

৪২ বলে মাসাকাদজা করেন ৬. রান।

৬৯ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ২২৩। ক্রিজে রিচার্ড এনগারাভার সঙ্গী ব্লেসিং মুজারাবানি।

21 Apr 2025, 03:25 PM

মায়াভোর প্রতিরোধ ভাঙলেন মিরাজ

চা-বিরতির পর দ্রুতই সাফল‍্য পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন নিয়াশা মায়াভো।

অফ স্পিনারের লেগ স্টাম্পে থাকা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন মায়াভো। কিন্তু যেতে পারেননি বলের লাইনে। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর রিভিউ না নিয়ে ফিরে যান তিনি। ভাঙে ৭২ বল স্থায়ী ২৫ রানের জুটি।

৫৪ বলে পাঁচ চারে ৩৫ রান করেন মিরাজ।

৬৭ ওভারে জিম্বাবুয়ের রান ৭ উইকেটে ২১৯। ক্রিজে ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গী রিচার্ড এনগারাভা।

21 Apr 2025, 02:49 PM

হতাশার দ্বিতীয় সেশন

প্রথম সেশনের চাপ পরের দুই ঘণ্টায় ধরে রাখতে পারল না বাংলাদেশ। লিড নেওয়ার পর ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে।

চা-বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ২১৩। ৪৭ বলে পাঁচ চারে ৩১ রানে খেলছেন নিয়াশা মায়াভো। ২৯ বলে ২ রানে খেলছেন ওয়েলিংটন মাসাকাদজা।

দুই জনের জুটিতে ২০ রান এসেছে ৫৭ বলে।

বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেওয়া জিম্বাবুয়ে এগিয়ে ২২ রানে।

21 Apr 2025, 02:16 PM

কঠিন সুযোগ হাতছাড়া

আক্রমণে ফিরে প্রথম বলেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। তবে ভীষণ কঠিন সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদুল হাসান জয়।

অফ স্টাম্পের বাইরে শর্ট ডেলিভারিতে ব‍্যাট চালিয়ে দেন নিয়াশা মায়াভো। ব‍্যাটের কানায় লেগে দ্রুত গতিতে ছুটে যায় স্লিপে। লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি জয়।

সে সময় ১৩ রানে ছিলেন মায়াভো।

৫৫ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৯৫।

21 Apr 2025, 02:11 PM

উইলিয়ামসের পাগলাটে শট

লিড যতটা সম্ভব বাড়িয়ে নিতে জিম্বাবুয়ে তাকিয়ে ছিল শন উইলিয়ামসের দিকে। পাগলাটে এক শটে তিনি ফিরলেন দলকে হতাশায় ডুবিয়ে।

মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন উইলিয়ামস। টাইমিং করতে পারেননি। কিছুটা বামে সরে দিয়ে চমৎকার ক‍্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ভাঙে ১৬ রানের জুটি।

১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারে উইলিয়ামস করেন ৫৯ রান।

৫৫ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ১৯৩। ক্রিজে নিয়াশা মায়াভোর সঙ্গী ওয়েলিংটন মাসাকাদজা।

21 Apr 2025, 02:04 PM

জিম্বাবুয়ের লিড

প্রথম সেশনে ৪ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়ে লিড নিয়েছে জিম্বাবুয়ে। ক্রিজে শন উইলিয়ামস ও হাতে ৫ উইকেট থাকায় বড় লিড নেওয়ার সুযোগ আছে সফরকারীদের।

৫৩তম ওভারে মেহেদী হাসান মিরাজকে চার মেরে দলকে লিড এনে দেন কিপার-ব‍্যাটসম‍্যান নিয়াশা মায়াভো।

মিরাজের আগে ৫ ওভারের স্পেলের ৩৫ রান দেন তাইজুল ইসলাম। একদমই প্রভাব ফেলতে পারেননি বাঁহাতি স্পিনার। বরং তার বাজে বল কাজে লাগিয়ে দ্রুত রান তুলেছে জিম্বাবুয়ে।

৫৩ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ১৯২। ১০১ বলে ৫৮ রানে খেলছেন শন উইলিয়ামস। ১৭ বলে তিন চারে মায়াভোর রান ১৩।

জিম্বাবুয়ে এখন ১ রানে এগিয়ে।

21 Apr 2025, 01:46 PM

মাধেভেরেকে থামালেন খালেদ

দারুণ বোলিং করলেও সাফল‍্য পাচ্ছিলেন না সৈয়দ খালেদ আহমেদ। তবে নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন এই পেসার। বোল্ড হয়ে গেলেন ওয়েসলি মাধেভেরে।

অফ স্টাম্পের বাইরের বল ব‍্যাক ফুটে খেলেছিলেন মাধেভেরে। ঠিকঠাক লাইনে যেতে পারেননি। ব‍্যাটের কানা লেগে বল আঘাত হানে স্টাম্পে! ভাঙে ৭৯ বল স্থায়ী ৪৮ রানের জুটি।

৩৩ বলে চারটি জারে ২৪ রান করেন মাধেভেরে।

৪৯.৩ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ১৭৭। এখনও ১৪ রানে পিছিয়ে সফরকারীরা।

ক্রিজে শন উইলিয়ামসের সঙ্গী নিয়াশা মায়াভো।

21 Apr 2025, 01:42 PM

কিপিংয়ে ফিরলেন জাকের

৪৮তম ওভারের পর কিপিংয়ে ফিরলেন জাকের আলির। তিনি বাইরে থাকায় লাঞ্চের পর থেকে উইকেটের পেছনে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

৪৮ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৭০।

21 Apr 2025, 01:42 PM

ছক্কার পর চারে উইলিয়ামসের পঞ্চাশ

দ্বিতীয় সেশনে বাংলাদেশের সাদামাটা বোলিংয়ে ব‍্যবধান ক্রমেই কমিয়ে আনছে জিম্বাবুয়ে। খুব একটা সুবিধা করতে পারছেন না তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারকে ছক্কার পর চার মেরে পঞ্চাশ স্পর্শ করেছেন শন উইলিয়ামস, ৮৭ বলে।

৪৭ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৭০। ৮৮ বলে ৫৪ রানে খেলছেন উইলিয়ামস। ২৭ বলে ওয়েসলি মাধেভেরের রান ১৯।

এখন কেবল ২১ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।

21 Apr 2025, 01:22 PM

মাঠ ছাড়লেন জাকের, কিপিংয়ে মাহিদুল

লাঞ্চের পর ফিল্ডিংয়ে নামেননি জাকের আলি। তার জায়গায় কিপিং করছেন বদলি ফিল্ডার মাহিদুল ইসলাম অঙ্কন।

৪৫ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৫৭।

২৫ বলে তিন চারে ১৯ রানে খেলছেন ওয়েসলি মাধেভেরে। ৭৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় শন উইলিয়ামসের রান ৪২।

জুটির রান ২৮। তাদের ব‍্যাটে ধীরে ধীরে লিডের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। দলটি এখন কেবল ৩৪ রানে পিছিয়ে।

21 Apr 2025, 12:18 PM

নাহিদের দারুণ বোলিংয়ে বাংলাদেশের সেশন

নাহির রানার গতিময় বোলিং কোনো সমস‍্যা নয়, এমন একটা বার্তা সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু তরুণ এই পেসারের গতিই ভড়কে দিল সফরকারীদের।

প্রথম দিনের বিবর্ণ ক্রিকেটের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দিলেন নাহিদ। দুই ওপেনারের পর ভাঙলেন ক্রেইগ আরভাইনের প্রতিরোধ।

লাঞ্চ বিরতির সময় জিম্বাবুয়ের রান ৩৮ ওভারে ১৩৩। ৫৭ বলে ৩৩ রানে খেলছেন শন উইলিয়ামস। ৩ বলে ওয়েসলি মাধেভেরের রান ৪।

বেন কারানকে ফিরিয়ে দিনের শুরুতেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটির প্রতিরোধ ভাঙেন নাহিদ। ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে ফিফটি করা আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও বিদায় করেন তিনি।

তিনে নামা নিক ওয়েলচকে টিকতে দেননি হাসান মাহমুদ।

লাঞ্চের একটু আগে আরভাইনকে বিদায় করে জমে যাওয়া জুটি ভাঙেন নাহিদ। তাকে স্রেফ দুটি বল খেলেন মাধেভেরে। তাতেই স্পষ্ট হয়ে যায় গতিময় পেসারকে সামলাতে কতটা অস্বস্তিময় ছিল তার জন‍্য।

ব‍্যাটের কানায় লেগে একটি চার পেয়েছেন মাধেভেরে, যেটা গালিতে ক‍্যাচও হতে পারত।

দ্রুত রান তোলার চেষ্টা করছেন উইলিয়ামস। অভিজ্ঞ ব‍্যাটসম‍্যানকে ভুগিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। কয়েকবার একটুর জন‍্য ব‍্যাটের কানা পাননি। দুয়েকটা বল পড়েছে ফিল্ডারের সামনে।

এখনও ৫৮ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম সেশনে যে বোলিং করেছেন নাহিদ, খালেদরা তাতে লিডের স্বপ্নও দেখতে পারে স্বাগতিকরা।  

21 Apr 2025, 12:05 PM

নাহিদের দারুণ ডেলিভারিতে ফিরলেন আরভাইন

জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙতে নাহিদ রানাকে আক্রমণে এনেছিলেন নাজমুল হোসেন শান্ত। কাজেও লেগেছে তার বোলিং পরিবর্তন। গতিময় পেসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়েছেন ক্রেইগ আরভাইন।

শন উইলিয়ামসের সঙ্গে জমে গিয়েছিল আরভাইনের জুটি। সেটা ভাঙতে রিভিউ নিয়ে সফল হলেন শান্ত।

ব‍্যাটের কানা ছুঁয়ে জাকের আলির গ্লাভসে জমা পড়লে জোরাল আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া না দিলে কট বিহাইন্ডের রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।

আল্ট্রা এজে মেলে ব‍্যাটে বলের স্পর্শ থাকার প্রমাণ। হতাশা নিয়ে ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক। ভাঙে ৯০ বল স্থায়ী ৪১ রানের জুটি।

৩৯ বলে এক চারে ৮ রান করেন আরভাইন।

৩৭ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৩৩। ক্রিজে উইলিয়ামসের সঙ্গী ওয়েসলি মাধেভেরে।

21 Apr 2025, 11:43 AM

মিরাজকে ছাড়িয়ে মুমিনুলের রেকর্ড

নাহিদ রানার লাফিয়ে ওঠা ডেলিভারিতে শর্ট লেগে বেন কারানের ক্যাচ নিলেন মুমিনুল হক। জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙার পাশাপাশি রেকর্ডও গড়লেন অভিজ্ঞ ক্রিকেটার।

টেস্ট ক্রিকেটে মুমিনুলের এটি ৪১তম ক্যাচ। যা বাংলাদেশের সর্বোচ্চ। এত দিন ৪০ ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুজনই এখনও খেলছেন। তাই সামনের দিনগুলোতে হয়তো বারবার হাতবদল ঘটবে এই রেকর্ডের।

21 Apr 2025, 11:12 AM

প্রথম ঘণ্টায় ৩ উইকেট

দ্বিতীয় দিনের শুরুতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ফিরিয়ে দিয়েছে জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে।

দুই ওপেনারকে বিদায় করেছেন গতিময় পেসার নাহিদ রানা। অন‍্য উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ।

পানি পানের বিরতির সময় জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ১০০। শন উইলিয়ামস ৮ ও ক্রেইগ আরভিন ৪ রানে ব‍্যাট করছেন।

এখনও ৯১ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
 

21 Apr 2025, 10:53 AM

ওয়েলচকে দ্রুত ফেরালেন হাসান

নাহির রানা দুই ওপেনারকে বিদায় করার পর সাফল‍্য পেলেন হাসান মাহমুদ। তার চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন নিক ওয়েলচ।

অফ স্টাম্পের একটু বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি জিম্বাবুয়ের টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।

১২ বলে ২ রান করেন ওয়েলচ।

২২ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ৮৮। ক্রিজে শন উইলিয়ামসের সঙ্গী ক্রেইগ আরভাইন।

21 Apr 2025, 10:50 AM

বেনেটকেও ফেরালেন নাহিদ

দ্রুত রান তোলা ব্রায়ান বেনেটকে ফেরালেন নাহিদ রানা। গতিময় এই পেসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন জিম্বাবুয়ে ওপেনার।

গুড লেংথ ডেলিভারি একটু বাড়তি বাউন্স করায় ঠিক মতো স্কয়ার কাট করতে পারেননি বেনেট। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে জাকের আলির গ্লাভসে।

৬৪ বলে ১০ চারে ৫৭ রান করেন বেনেট।

২১ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৮৮। ক্রিজে নিক ওয়েলচের সঙ্গী শন উইলিয়ামস।

21 Apr 2025, 10:46 AM

৫৬ বলে বেনেটের পঞ্চাশ

ওয়ানডে ঘারনার ব‍্যাটিংয়ে ৫৬ বলে ফিফটি করেছেন ব্রায়ান বেনেট। আগের দিন দ্রুত রান করা বেনেটের রানের গতি একটু কমেছে।

হাসান মাহমুদের বলে বাউন্ডারি মেরে ৫৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। এই পেসারের আগের ওভারে মেরেছিলেন দুটি চার।

২০ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৮৪।

21 Apr 2025, 10:28 AM

শুরুর জুটি ভাঙলেন নাহিদ

দিনের শুরুতেই সাফল‍্য পেল বাংলাদেশ। দ্রুতই ভাঙতে পারল আগের দিন প্রতিরোধ গড়া জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।

নাহিদের শর্ট বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টায় সফল হননি বেন কারান। বাড়তি বাউন্স করা ডেলিভারি ব‍্যাটসম‍্যানের গ্লাভস ছুঁয়ে জমা পড়ে শর্ট লেগে, মুমিনুল হকের গ্লাভসে। ভাঙে ১০৩ বল স্থায়ী ৬৯ রানের জুটি।

৫৫ বলে দুই চারে ১৮ রান করেন কারান।  

১৬ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৬৯। ক্রিজে ব্রায়ান বেনেটর সঙ্গী নিক ওয়েলচ।

21 Apr 2025, 10:04 AM

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দিন যেন বাংলাদেশের জন্য বরাবরই ঘুরে দাঁড়ানোর অভিযান। ব্যতিক্রম নয় জিম্বাবুয়ের বিপক্ষেও। বাজে প্রথম দিনের পর সোমবার সফরকারীদের চেপে ধরার আশায় নামবে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হবে দ্বিতীয় দিনের খেলা৷ বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে দিন শুরু করবে জিম্বাবুয়ে। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুঁড়িয়ে প্রথম দিনে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান। 

সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। মাঠে তাই গুমোট পরিবেশ। এরই মধ্যে জ্বলছে ফ্লাডলাইট। মেঘলা কন্ডিশনে কৃত্রিম আলোর চ্যালেঞ্জ সামলাতে হবে জিম্বাবুয়ের।