ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে স্মিথ, ওয়ার্নার-হেডের উন্নতি

২০১৭ সালের পর ফের ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছেন স্টিভেন স্মিথ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 02:27 PM
Updated : 23 Nov 2022, 02:27 PM

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার এই তিন জনেরই উন্নতি হয়েছে। ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে ফিরেছেন স্মিথ।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

তিন ম্যাচের প্রথম দুটিতে যথাক্রমে অপরাজিত ৮০ ও ৯৪ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন স্মিথ। ২০১৭ সালের জানুয়ারিতে প্রথমবার সাত নম্বরে উঠেছিলেন ৩৩ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান।

সিরিজে এক সেঞ্চুরিসহ সর্বোচ্চ ২৪০ রান করে এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ওয়ার্নার। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ১৫২ রানের ইনিংস খেলা ট্রাভিস হেড এগিয়েছেন ১২ ধাপ। তার বর্তমান অবস্থান ৩০ নম্বর। এছাড়া মার্নাস লাবুশেন ১২ ধাপ এগিয়ে ৬৮তম ও মিচেল মার্শ ১৩ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে আছেন।

দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ৪ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে। এই তালিকায় শীর্ষ পাঁচের চার জনই পেসার।

লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ৮ ধাপ এগিয়ে সপ্তম স্থানে। অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে আছেন।

সিরিজে কোনো ম্যাচ না জিতলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের ফিল সল্ট ও দাভিদ মালানের। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুজনই ঢুকেছেন সেরা একশতে। ছয় ধাপ এগিয়ে ৯৭ নম্বরে সল্ট। মালান ৫৬ ধাপ এগিয়ে রয়েছেন ঠিক ১০০ নম্বরে।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের আগের মতোই শীর্ষে পাকিস্তানের বাবর আজম। বোলারদের তালিকায় সবার ওপরে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলে এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে তিন নম্বরে নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে।

তার সতীর্থ গ্লেন ফিলিপস এক ধাপ এগিয়ে আছে সপ্তম স্থানে। এই সিরিজে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাঁচ ধাপ এগিয়ে এখন ৫০ নম্বরে।

টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানে কিউই পেসার টিম সাউদি। ভারতের ভুবনেশ্বর কুমার দুই ধাপ এগিয়ে ১১তম, আর্শদিপ সিং এক ধাপ এগিয়ে ২১তম ও যুজবেন্দ্র চেহেল ৮ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের মধ্যে চূড়ায় শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে সাকিব।