প্রথমবারের মতো বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন দেশটির তরুণ ব্যাটিং সেনসেশন ইয়াশাসভি জয়সওয়াল।
Published : 28 Feb 2024, 07:40 PM
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইয়াশাসভি জয়সওয়াল। এখন পর্যন্ত দুটি ডাবল সেঞ্চুরি করা তরুণ ব্যাটিং সেনসেশন প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে। বাঁহাতি এই ওপেনার আছেন ‘বি’ ক্যাটাগরিতে।
২০২৩-২৪ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা বুধবার প্রকাশ করে বিসিসিআই। গত মৌসুমের তুলনায় এবার ৪ জন বাড়িয়ে চুক্তিতে রাখা হয়েছে মোট ৩০ জন ক্রিকেটারকে। জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও ইশান কিষানের।
ভারতের গত ওয়ানডে বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য শ্রেয়াস সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপাত্নাম টেস্টে। আশানুরূপ পারফরম্যান্স না করায় বাদ পড়েন পরের দুই টেস্টের দল থেকে। এবার কেন্দ্রীয় চুক্তি থেকেই ছিটকে গেলেন গত মৌসুমে ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
আর ক্রিকেট থেকে কিছু দিনের বিরতি নেওয়া কিপার-ব্যাটসম্যান কিষান গত মৌসুমে ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে।
সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আগের মতোই আছেন রোহিত শার্মা, ভিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠেছেন লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ ও শুবমান গিল। তাদের সঙ্গে আগে থেকে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।
ইংল্যান্ড সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৫৫ রান করা জয়সওয়ালের সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে আছেন সুরিয়াকুমার ইয়াদাভ, রিশাভ পান্ত, কুলদিপ ইয়াদাভ ও আকসার প্যাটেল। সড়ক দুর্ঘটনায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা পান্ত ‘এ’ থেকে ‘বি’ তে নেমে গেছেন।
সবচেয়ে বেশি ১৫ জন ক্রিকেটার রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। যেখানে নতুন সংযোজন রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড় তিলাক ভার্মা, শিভাম দুবে, রাভি বিষ্ণই, জিতেশ শার্মা, মুকেশ কুমার, প্রাসিধ কৃষ্ণা, আভেশ খান ও রাজাত পাতিদার।
শ্রেয়াস ও কিষান ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা, উমেশ ইয়াদাভ, শিখর ধাওয়ান, দিপাক হুডা ও ইউজভেন্দ্র চেহেল।
বিসিসিআইয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আগের বছরগুলোর মতো এবারও যে সব ক্রিকেটার নির্দিষ্ট সময়ের মধ্যে কমপক্ষে তিনটি টেস্ট বা আটটি ওয়ানডে বা দশটি টি-টোয়েন্টি খেলবে, তারা স্বয়ংক্রিয়ভাবে ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ, ধ্রুব জুরেল ও সরফরাজ খান এখনও পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলেছেন, যদি তারা ধর্মশালা টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) অংশ নেন তবে তাদের ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে।
‘এ প্লাস’ ক্যাটাগরি: রোহিত শার্মা, ভিরাট কোহলি, জাসপ্রতি বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
‘এ’ ক্যাটাগরি: রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, শুবমান গিল।
‘বি’ ক্যাটাগরি: সুরিয়াকুমার ইয়াদাভ, রিশাভ পান্ত, কুলদিপ ইয়াদাভ, আকসার প্যাটেল, ইয়াশাসভি জয়সওয়াল।
‘সি’ ক্যাটাগরি: রিংকু সিং, তিলাক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিভাম দুবে, রাভি বিষ্ণই, জিতেশ শার্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, শ্রিকার ভারত, প্রাসিধ কৃষ্ণা, আভেশ খান ও রাজাত পাতিদার।