Published : 18 Apr 2023, 10:09 PM
চমক রেখে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ও পরীক্ষিত কয়েকজনকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন ও উদীয়মান ক্রিকেটাররা।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের দল। আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের তিন ওয়ানডে ও পরে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের জন্য একটি দলই ঘোষণা করেছে বিসিবি।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। সম্প্রতি প্রথমবারের মতো আয়োজিত নারী জাতীয় লিগে তিন ইনিংসে ৮৯ গড়ে ৮৯ রান করেছিলেন এই মিডল-অর্ডার ব্যাটার। এছাড়া ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
ভিডিওবার্তায় দলের নির্বাচক মনজুরুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর সামনে অনেক খেলা থাকার কারণে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদকে।
এছাড়া দলের পরীক্ষিত পেসার মারুফা আক্তারও থাকছেন না দলে।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪ মে। এর আগে ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে রয়েছে প্রস্তুতি ম্যাচ।
৯, ১১ ও ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। এই সিরিজের আগে ৭ মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে তিন ম্যাচের দুটি ভেস্তে যায় বৃষ্টিতে, অন্যটি হেরে যায় বাংলাদেশ। ১০ দলের মধ্যে বাংলাদেশ আছে তালিকার ৯ নম্বরে, শ্রীলঙ্কা সাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত কেবল একটিই ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালে কলম্বোয় বিশ্বকাপ বাছাইয়ের বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় দুটি, হার ৭টিতে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।
সবশেষ ওয়ানডে দল থেকে নেই- শারমিন আক্তার সুপ্তা, রুমানা আহমেদ, সালমা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার
ওয়ানডে দলে এসেছেন- শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন
সবশেষ টি-টোয়েন্টি দল থেকে নেই- মারুফা আক্তার, সালমা খাতুন, রুমানা আহমেদ
টি-টোয়েন্টি দলে এসেছেন- সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা