আইপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান।
Published : 08 Apr 2024, 04:13 PM
হ্যারি ব্রুকের শূন্যস্থান পূরণে নতুন কোনো ব্যাটসম্যান নয়, দলে নতুন বোলার যোগ করেছে দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসকে চুক্তিভুক্ত করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
গত ১৩ মার্চ ব্যক্তিগত কারণে এবারের আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানান ইংলিশ ব্যাটসম্যান ব্রুক। এর প্রায় এক মাস পর এসে তার বদলি নিল দিল্লি।
ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে উইলিয়ামসকে পেয়েছে দিল্লি। ভারতের ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে যাচ্ছেন ৩০ বছর বয়সী উইলিয়ামস।
দিল্লির স্কোয়াডে আগে থেকেই দারুণ সব পেস বোলার আছেন। উইলিয়ামস যোগ দেওয়ায় তা আরও শক্তিশালী হবে। এখানে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশি আনরিক নরকিয়া, ইশান্ত শার্মা, খলিল আহমেদ, জাই রিচার্ডসন ও মুকেশ কুমার।
এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচ খেলে উইলিয়ামস ১০৬ উইকেট পেয়েছেন ১৯.৭৬ গড়ে। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে দুটি টেস্ট, চারটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ছিলেন তিনি। অবশ্য খেলার সুযোগ পেয়েছিলেন কেবল একটি ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে।
এবারের আইপিএলে দিল্লির এখন পর্যন্ত পারফরম্যান্স অবশ্য একদমই ভালো নয়। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে তারা। পয়েন্ট টেবিলে নেমে গেছে তলানিতে।