জাকিরের সেঞ্চুরি, জাকেরের ফিফটি

দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে জাকির হাসান, জাকের আলির সিলেট বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2023, 11:44 AM
Updated : 13 Oct 2023, 11:44 AM

চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন জাকির হাসান। দায়িত্ব নিয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংসে অপরাজিত রইলেন জাকের আলি। দুজনের সৌজন্যে ঢাকা মেট্রোর বিপক্ষে লিড নিল সিলেট। 

জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে সিলেট। ঢাকা মেট্রোর ২৪৩ রানের বিপরীতে ৮ উইকেটে তাদের সংগ্রহ ২৪৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে প্রথম স্তরের ম্যাচে আগের দিনের সংগ্রহের সঙ্গে শুক্রবার আর ১ রান যোগ করতে পারে মেট্রো। প্রথম ওভারেই সৈয়দ খালেদ আহমেদের বলে ফিরে যান ৬৫ রান করা নাইম ইসলাম।

জবাবে স্ট্রোক সমৃদ্ধ ইনিংসে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করেন জাকির। ৯৮ রানের মাথায় অবশ্য পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছেড়ে যান তিনি। পরে সপ্তম উইকেট পড়ার পর ফের ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরে শতকের সুবাস গায়ে মাখেন বাঁহাতি ওপেনার। ১১ চার ও ২ ছক্কায় ১৪৬ বলে ১০৪ রান করে আউট হন তিনি।

জাকির ছাড়া অন্যদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে রেখেছেন জাকের। দিন শেষে ৫১ রানে অপরাজিত রয়েছেন কিপার-ব্যাটসম্যান। 

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮৫.২ ওভারে ২৪৩ (আগের দিন ২৪২/৯) (নাইম ৬৫, আরিফ ১*; আবু জায়েদ ১৮-৪-৩৬-২, খালেদ ১৮.২-২-৭৪-২, শাহানুর ১০-৩-৩৪-২, রাজা ১৮-২-৫৩-১, নাবিল ২১-৭-২৭-২) 

সিলেট ১ম ইনিংস: ৭৯ ওভারে ২৪৫/৮ (তৌফিক ৩১, জাকির ১০৪, মিজানুর ২৫, ইমতিয়াজ ১০, জাকের ৫১*, গালিব ৩, শাহানুর ০, রাজা ৪, আবু জায়েদ ০, খালেদ ০*; শহিদুল ১৩-৩-৩১-১, আবু হায়দার ১৪-৫-৩৮-২, কাজি অনিক ১৪-৩-৩১-২, আরিফ ২৩-৩-৬৬-২, নাইম ৩-১-৮-০, আইচ ১২-০-৫৬-১)

মিম-তাইবুরের ফিফটি, শাকিল ও গালিবের ৪ উইকেট 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা-রংপুরের ম্যাচে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পড়েছে ১৩ উইকেট। জমে ওঠার আভাস দেওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১০০ রানের লিড নিয়েছে ঢাকা। 

প্রথম ইনিংসে ঢাকার ১৬৬ রানের জবাবে রংপুর অলআউট হয় ২৩৮ রানে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান।

আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা মিম মোসাদ্দেক এদিন আর ১৬ রান করেন। শেষ দিকে অধিনায়ক আরিফুল হকের অপরাজিত ৫৮ রানের সৌজন্যে ৭২ রানের লিড নেয় রংপুর।

ঢাকার হয়ে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল।

প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান রনি তালুকদার এবার আর বড় ইনিংস খেলতে পারেননি । ঢাকার ওপেনার এবার ফেরেন ৩৯ রানে। তাইবুর রহমান অপরাজিত রয়েছেন ৬০ রানে। 

ফের হতাশ করা সাইফ হাসান আউট হয়েছেন ৬ রানে। মাহিদুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি।  

আসাদুল্লাহ হিল গালিব নিয়েছেন ৪ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে) 

ঢাকা ১ম ইনিংস: ১৬৬ 

রংপুর ১ম ইনিংস: ৭৩.১ ওভারে ২৩৮ (আগের দিন ১৩৩/৩) (মিম ৭১, তানবির ৩৩, আরিফুল ৫৮*, জাহিদ ৪, নিহাদ ৫, সঞ্জিত ০, গালিব ০, সোহেল ০; সুমন ২০-৩-৭১-০, এনামুল ১৩-১-৫৫-১, শাকিল ১৮-৩-৪১-৪, নাজমুল ১৬-২-৪৮-২, শুভাগত ৫.১-২-১৭-২, তাইবুর ১-১-০-০) 

ঢাকা ২য় ইনিংস: ৪৪ ওভারে ১৭২/৬ (মজিদ ১২, রনি ৩৯, সাইফ ৬, মাহিদুল ০, তাইবুর ৬০*, শুভাগত ১৭, নাদিফ ৯, নাজমুল ২১*; সোহেল ৭.৫-০-৩০-০, আরিফুল ৩.১-০-২৪-০, গালিব ১১-১-৪৮-৪, নবিন ১০-১-২৪-১, নিহাদ ৭-১-২৪-১, সঞ্জিত ৫-০-১৭-০)