বেঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলছে হার্দিক পান্ডিয়ার পুনর্বাসন প্রক্রিয়া।
Published : 04 Nov 2023, 11:11 AM
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাওয়া অ্যাঙ্কেলের চোটে বিশ্বকাপে আর ফেরা হলো না হার্দিক পান্ডিয়ার। তার বদলি হিসেবে সুযোগ পেলেন প্রাসিধ কৃষ্ণা।
আইসিসির টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে।
পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পান্ডিয়া। প্রাথমিক শুশ্রূষা নিয়ে বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান তিনি। কিন্তু ব্যথার তীব্রতায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
ওই চোটের কারণে পুনে থেকে দলের সঙ্গে ধারামশালায় যাননি পান্ডিয়া। বরং বেঙ্গালোরে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। গত রোববার ইংল্যান্ড ম্যাচের আগে সরাসরি লক্ষ্ণৌতে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তখন বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।
অ্যাঙ্কেলের লিগামেন্টে পাওয়া চোটের অবস্থার তেমন উন্নতি না ঘটায় দলের সঙ্গে যোগ দেওয়া আর হলো না পান্ডিয়ার। বেঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলছে ৩০ বছর বয়সী অলরাউন্ডারের পুনর্বাসন প্রক্রিয়া।
পান্ডিয়ার বদলে সুযোগ পাওয়া কৃষ্ণা এখন পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন ১৭টি ওয়ানডে ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুটি ম্যাচের একাদশে ছিলেন তিনি। ওই দুই ম্যাচে ৩টিসহ ক্যারিয়ারে তার মোট শিকার ২৯ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর পান্ডিয়ার শূন্যস্থান পূরণে ব্যাটিংয়ে আনা হয় সুরিয়াকুমার ইয়াদাভকে। বোলিং বিভাগে শার্দুল ঠাকুরকে বসিয়ে আনা হয় মোহাম্মদ শামিকে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হন সুরিয়াকুমার। তবে ৫ উইকেট নিয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেন শামি। পরে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সুরিয়াকুমার। বল হাতে শামি ধরেন ৪ শিকার। শ্রীলঙ্কার বিপক্ষেও ৫ উইকেট নেন শামি।
সাত ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।