চার দিনের ম্যাচের প্রথম দিনে ১ উইকেটে ১৬৭ রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল।
Published : 25 Oct 2023, 07:43 PM
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেন আইচ মোল্লা ও প্রান্তিক নওরোজ। জুটি ভাঙার পর মাহমুদুল হাসান জয়কে নিয়ে আরও এগিয়ে গেলেন আইচ। দুজনের ব্যাটে প্রথম দিনের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখল বাংলাদেশ ইমার্জিং দল।
ডাম্বুলায় প্রথম চার দিনের ম্যাচে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ১ উইকেটে ১৬৭ রান করেছে বাংলাদেশ। দফায় দফায় বৃষ্টির কারণে সারা দিনে খেলা হয়েছে স্রেফ ৪৬ ওভার।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলে শ্রীলঙ্কায় যাওয়া আইচ প্রথম ইনিংসেই পেয়েছেন ফিফটির দেখা। অধিনায়ক জয় আছেন পঞ্চাশ থেকে ১ রান দূরে। চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেছেন প্রান্তিকও।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন দুই ওপেনার। একুশতম ওভারে কালহারা সেনারাত্নেকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ৬১ বলে ৭ চারে ৪১ রান করা প্রান্তিক।
এক দিনের সিরিজে বাংলাদেশের একমাত্র জয়ের ম্যাচে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
প্রান্তিকের বিদায়ের পর আর উইকেট পড়তে দেননি আইচ, জয়। দিনের খেলা শেষের ঘোষণা আসার আগে ৯১ রানের জুটি গড়েন তারা।
১৪৩ বলে ১১ চারে ৭৪ রানে অপরাজিত আইচ। ৬ চারে ৭২ বলে ৪৯ রান নিয়ে দ্বিতীয় দিনে নামবেন জয়।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৬৭/১ (প্রান্তিক ৪১, আইচ ৭৪, জয় জয় ৪৯*; মালিঙ্গা ১১-১-৪১-০, প্রেমারাত্নে ১১-২-৩৯-০, উইজেসিংহে ৯-৩-২৬-০, সেনারাত্নে ৫-০-৩০-১, দুলশান ১০-২-৩০-০)