নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারায় ক্ষোভ উগরে দিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
Published : 04 Apr 2024, 11:17 PM
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দক্ষিণ আফ্রিকার শীর্ষ ক্রিকেটারদের নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কাগিসো রাবাদা। এক্ষেত্রে ক্রিকেটারদের কিছুই করার ছিল না বলে জানিয়েছেন প্রোটিয়া এই তারকা পেসার।
এই বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় দক্ষিণ আফ্রিকা। মূল ক্রিকেটারদের সবাই তখন দেশের মাটিতে এসএ টোয়েন্টিতে ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে সিরিজটি খেলে প্রোটিয়ারা।
প্রথম টেস্টে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার ছয় জনের। অভিষেকে অধিনায়কত্ব করতে নামেন নিল ব্রান্ড। সব মিলিয়ে তাদের একাদশের সবার সম্মিলিত অভিজ্ঞতা ছিল কেবল ৫১ টেস্টের। যেখানে কিউইদের কেন উইলিয়ামসন নামেন তার ৯৭তম টেস্ট খেলতে।
দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে হারে ২৮১ রানে, দ্বিতীয়টিতে তাদের পরাজয় ৭ উইকেটে।
ফ্র্যাঞ্চাইজি লিগকে অগ্রাধিকার দিয়ে টেস্টের জন্য দ্বিতীয় সারির দল পাঠানোয় ওই সময়ে প্রবল সমালোচনার মুখে পড়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলা রাবাদা ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন তখনকার পরিস্থিতি নিয়ে।
“এটি (বাধ্য হয়ে টেস্টে খেলতে না পারা) খুব, খুব অগ্রহণযোগ্য ছিল এবং এখন পর্যন্ত তাই রয়ে গেছে। অবশ্যই পরিকল্পনায় সমস্যা ছিল, এটি অগ্রহণযোগ্য, এ বিষয়ে আমি শুধু এটিই বলব।”
“দিন শেষে এসএ টোয়েন্টির গুরুত্বের কথা বিবেচনায় সেখানে (নিউ জিল্যান্ড) যাওয়ার জন্য ক্রিকেটারদের নিজেদের কিছুই করার ছিল না। এটি অনেকটা নিজের পায়ে গুলি করার মতো।”
এখন পর্যন্ত ৬২ টেস্টে ২৯১ উইকেট নেওয়া রাবাদার মতে, টেস্ট ক্রিকেটই খেলাটির মধ্যে সবার ওপরে।
“আমার চোখে টেস্টই সেরা সংস্করণ। আমার মনে হয়, দারুণ সব খেলোয়াড় যারা সব সংস্করণে খেলে তারা বলবেন টেস্ট ক্রিকেট তাদের প্রিয় সংস্করণ। আমার জন্যও বিষয়টি একই রকম।”