ভারত সফরের স্কোয়াড থেকে এই স্পিনিং অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
Published : 22 Feb 2023, 04:15 PM
দলের সঙ্গে ভারত সফরে গেলেও অ্যাশটন অ্যাগার খেলার সুযোগ পাননি প্রথম দুই টেস্টে। আর এবার তাকে ছেড়েই দিল অস্ট্রেলিয়া। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে দেশে ফিরে যাচ্ছেন এই স্পিনিং অলরাউন্ডার।
আগামী বুধবার ইন্দোরে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টকে সামনে রেখে দলে নতুন কাউকে যোগ করেনি অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার সিরিজে প্রথম দুই ম্যাচই হেরেছে সফরকারীরা।
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে সবশেষ টেস্ট খেলে উইকেটশূন্য ছিলেন ২৯ বছর বয়সী অ্যাগার। তবে ভারতের স্পিন কন্ডিশনের কথা মাথায় রেখে তাকে নিয়ে যাওয়া হয় দেশটিতে।
নাগপুরে ইনিংস ও ১৩২ রানে হেরে যাওয়া টেস্টে দুই স্পিনার খেলায় অস্ট্রেলিয়া। অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে একাদশে জায়গা পান টড মার্ফি, ওই ম্যাচ দিয়ে যার টেস্ট অভিষেক হয়।
পরে দিল্লি টেস্টের জন্য তিন স্পিনার নিয়ে সাজানো একাদশেও অ্যাগারের জায়গা হয়নি। লায়ন, মার্ফির সঙ্গে সুযোগ পান অস্ট্রেলিয়া থেকে সিরিজের মাঝে উড়িয়ে নেওয়া ম্যাথু কুনেমান। ওই ম্যাচটি ৬ উইকেটে হারে তারা।
তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ফিরে আসতে পারেন অ্যাগার। ভারতেই আগামী অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপের জন্য তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া।
দুই দলের ওয়ানডে তিনটি হবে আগামী ১৭, ১৯ ও ২২ মার্চ।
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় ফিরে যান মিচেল সোয়েপসন। এখন পর্যন্ত ভারত সফরে কোনো ম্যাচ না খেলা এই লেগ স্পিনার তৃতীয় টেস্টের দলে যোগ দেবেন।
পারিবারিক কারণে দিল্লি টেস্টের পর দেশে ফিরে গেছেন প্যাট কামিন্স। পরের টেস্টের আগেই অস্ট্রেলিয়ান অধিনায়ক দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে ডেভিড ওয়ার্নার ও জশ হেইজেলউডের। চোটে পড়া দুই ক্রিকেটারই ফিরে গেছেন দেশে।
তৃতীয় টেস্টে ক্যামেরন গ্রিনকে পেতে পারে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য পুরো ফিট হয়ে উঠেছেন এই অলরাউন্ডার।