দলের স্পিন বোলিং পরামর্শককে এই নামেই ডাকেন কিউই ক্রিকেটাররা।
Published : 03 May 2023, 12:43 PM
পাকিস্তানের ক্রিকেট মহলে সাকলায়েন মুশতাককে সাধারণত ‘সাকি’ নামেই ডাকা হয়। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে তিনি ‘সাকি ভাই।’ পাকিস্তানের বাইরেও ক্রিকেট বিশ্বজুড়ে এই নামেই তাকে বেশি ডাকা হয়। বিদেশে কেউ কেউ আবার ‘মুশি’ নামেও ডাকেন। তবে নিউ জিল্যান্ড দলে এসব নামে নয়, তাকে সবাই ডাকেন ‘গুরুজি’ বলে।
নিউ জিল্যান্ড দল এখন আছে পাকিস্তান সফরে। সাকলায়েন কাজ করছেন কিউইদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত ডিসেম্বর-জানুয়ারিতেও পাকিস্তানে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তখন সাকলায়েন ছিলেন পাকিস্তানের প্রধান কোচ। তবে মেয়াদ শেষে আর চুক্তি নবায়ন করেননি তিনি। এবার শুরু করেছেন নতুন অধ্যায়।
তবে ‘সাকি’ নামটি পেয়েছেন তিনি আরও অনেক বছর আগেই, সেই খেলোয়াড়ী জীবন থেকেই। সতীর্থরা তাকে এই নামে ডাকতেন। স্টাম্পের পেছন থেকে ‘সাবাশ সাকি’ চিৎকারে নামটি ক্রিকেট বিশ্বময় পরিচিত করে তোলেন কিপার মঈন খান।
এখনও সংক্ষেপে এই নামেই তাকে ডাকেন বেশির ভাগ লোক। তবে নিউ জিল্যান্ড দলে তার নাম যে ভিন্ন, তা জানালেন ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই লেগ স্পিনারকে জিজ্ঞেস করা হয় নিউ জিল্যান্ড দলে সাকলায়েন কতটা ভূমিকা রাখতে পারছেন। সেই প্রশ্নের উত্তরেই সোধি জানিয়ে দেন সাকলায়েনের নতুন নামও।
“সাকলায়েন মুশতাকের মতো একজন স্পিন বোলিং মস্তিষ্ককে আমাদের ড্রেসিং রুমে পাওয়া… বিশেষ করে আমাদের মতো পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রে, আমরা এমন কারও সংস্পর্শ সাধারণত খুব একটা পাই না, যাদের এই কন্ডিশনে বছরের পর বছর অভিজ্ঞতা আছে। সাকলায়েন মুশতাক দুসরার উদ্ভাবক, খেলাটির ইতিহাসের সেরা স্পিন বোলারদের একজন। আমাদের স্পিন বোলিং ইউনিটের জন্য দারুণ কাজে লাগছে তার সঙ্গ পাওয়া। আমি ও অন্য দুই স্পিনার কোল (ম্যাকনকি), রাচিন (রবীন্দ্র) সত্যিই উপকৃত হচ্ছি তার সঙ্গে কাজ করতে পেরে।”
“তার নাম এখন গুরুজি। আমরা তাকে মুশি বা সাকি বলে ডাকি না। আমরা তাকে বলি গুরুজি।”
নিউ জিল্যান্ড দলে সাকলায়েন যোগ দেওয়ায় অবশ্য পাকিস্তানে বিতর্ক চলছে অনেক। কদিন আগেই যিনি ছিলেন পাকিস্তানের প্রধান কোচ, এখন তাকে প্রতিপক্ষ শিবিরে দেখে মেনে নিতে পারছেন না সাবেকদের অনেকেই। সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, নিয়ম চালু করা উচিত যে পাকিস্তানের দায়িত্ব ছাড়ার অন্তত ৬ মাসের মধ্যে অন্য কোনো দলে কাজ করা যাবে না।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে আপাতত ২-০তে এগিয়ে আছে পাকিস্তান। করাচিতে বুধবার তারা নামবে সিরিজ জয় নিশ্চিত করতে।