Published : 06 Oct 2023, 10:20 AM
বৃষ্টিস্নাত কন্ডিশন ও স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং তেমন সহজ ছিল না। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরাও পারেননি দায়িত্ব নিয়ে খেলতে। ফের ব্যাটিং ব্যর্থতার দিনে এবার নিষ্প্রভ বোলাররাও। তাই ভারতের বিপক্ষে বড় ব্যবধানে সেমি-ফাইনালে হারল বাংলাদেশ।
চীনের হাংজুতে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের জয় ৯ উইকেটে। ৯৭ রানের লক্ষ্য স্রেফ ৯.২ ওভারেই ছুঁয়ে ফেলেছে রুতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বাধীন দল।
রান তাড়ায় শুরুতে যাশাসবি জয়সওয়ালের উইকেট হারায় ভারত। এরপর বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুতুরাজ, তিলক ভার্মা।
দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে চতুর্থ ওভারের চতুর্থ বলে পঞ্চাশ পূর্ণ করে ভারত। এটিই তাদের দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড। আগের ম্যাচে নেপালের বিপক্ষে তারা পঞ্চাশ করে ২৩ বলে।
২ চার ও ৬ ছক্কায় স্রেফ ২৬ বলে ৫৫ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন তিলক। অধিনায়ক রুতুরাজের ব্যাট থেকে আসে ৪ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৪০ রান।
ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লেতে স্রেফ ২১ রানে ড্রেসিং রুমে ফেরেন ৩ ব্যাটসম্যন। পঞ্চাশের আগে গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিংয়ের অর্ধেক।
একপ্রান্ত ধরে রেখে ৩২ বলে ২ ছক্কায় ২৩ রান করেন পারভেজ হোসেন। এরপর দলকে একশর কাছে নিয়ে যান জাকের আলি। ২৯ বলে এই কিপার-ব্যাটসম্যান করেন অপরাজিত ২৪ রান। শেষ দিকে ৬ বলে ১৪ রান করেন রকিবুল হাসান।
টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার পুরো ২০ ওভার খেলেও একশ রান করতে পারল না বাংলাদেশ। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে তারা করে ৮৫ রান।
ভারতের পক্ষে ১২ রানে ৩ উইকেট নেন সাই কিশোর। ওয়াশিংটন সুন্দর ধরেন ২ শিকার।
একই মাঠে শনিবার আফগানিস্তানের বিপক্ষে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে ভারত। তার আগে একই দিন হবে বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় স্থান নির্ধারণী ব্রোঞ্জ পদকের ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৯৬/৯ (পারভেজ ২৩, জয় ৫, সাইফ ১, জাকির ০, আফিফ ৭, শাহাদাত ৫, জাকের ২৪*, মৃত্যুঞ্জয় ৪, রকিবুল ১৪, রিপন ০; আর্শদিপ ৩-০-১০-১, দুবে ১-০-৯-০, সুন্দর ৪-০-১৫-২, সাই কিশোর ৪-০-১২-৩, তিলক ২-০-৫-১, বিষ্ণই ৪-০-২৬-১, শাহবাজ ২-০-১৩-১)
ভারত: ৯.২ ওভারে ৯৭/১ (জওসওয়াল ০, রুতুরাজ ৪০*, তিলক ৫৫*; (রিপন ২-০-২৬-১, সাইফ ১-০-১০-০, মৃত্যুঞ্জয় ১-০-১৪-০, রকিবুল ১-০-১৭-০, আফিফ ২-০-৯-০, মুরাদ ২-০-১৬-০, জয় ০.২-০-৫-০)
ফল: ভারত ৯ উইকেটে জয়ী