বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ম্যাচ ফি’র দশ শতাংশ জরিমানা দিলেন সিদরা আমিন। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হলো একটি ডিমেরিট পয়েন্ট।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানি ওপেনারের শাস্তির খবর জানিয়েছে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে এলবিডব্লিউ হন সিদরা। নাহিদা আক্তারের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি সুইপ খেলার চেষ্টা করেন তিনি।
ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়া বল প্যাডে আঘাত করলে জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার মাসুদুর রহমান। খালি চোখে দেখে বোঝা কঠিন ছিল, বলটি প্যাডের আগে গ্লাভসে ছুঁয়েছে কিনা।
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিদরা। বল তার ব্যাটে (গ্লাভসে) লেগেছে ইঙ্গিত করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। ক্রিজে দাঁড়িয়েই হাত দিয়ে আঘাত করেন ব্যাটে। পরে ধীরে ধীরে মাঠ ছেড়ে যান।
মাঠের দুই আম্পায়ার মাসুদুর ও মোর্শেদ আলি খান এবং টিভি আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান, চতুর্থ আম্পায়ার সাজেদুল ইসলামের রিপোর্টের ভিত্তিতে সিদরাকে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
নিজের দোষ স্বীকার করে নেওয়ায় সিদরার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।