ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পাননি টেস্ট র্যাঙ্কিংয়ে চারে থাকা ব্যাটসম্যান।
Published : 09 Feb 2023, 12:05 PM
টেস্ট র্যাঙ্কিংয়ের চতুর্থ সেরা ব্যাটসম্যান। আগের দুই সিরিজেই দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। দুর্দান্ত ধারাবাহিকতা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশের অবিচ্ছেদ্য অংশ মনে হচ্ছিল ট্রাভিস হেডকে। সেই ব্যাটসম্যানেরই কি না জায়গা হলো না ভারতের বিপক্ষে নাগপুর টেস্টের একাদশে! বাঁহাতি এই ব্যাটসম্যানের বাদ দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অস্ট্রেলিয়ার দুই গ্রেট স্টিভ ওয়াহ ও ম্যাথু হেইডেন।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে ম্যাচ শুরুর আগের সবচেয়ে আলোচিত ঘটনা এটিই। অস্ট্রেলিয়ার একাদশে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম থাকলেও নেই হেড।
আগের সিরিজেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩.২৫ গড়ে ২১৩ রান করেছিলেন হেড। এর আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৫৬ গড়ে ৩১২ রান। দুই সিরিজেই আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ কয়েকটি ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। কিন্তু জায়গা হারাতে হলো তার ভারতে এসে।
ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে বাঁহাতি ব্যাটসম্যানদের প্রবল প্রাধান্যের কারণেই শেষ পর্যন্ত হেডকে বাইরে রেখে দলে ফেরানো হয়েছে ডানহাতি হ্যান্ডসকমকে। তবে সেক্ষেত্রে রেনশর বদলেও নেওয়া যেত হেডকে।
রেনশ বাঁহাতি ব্যাটসম্যান হলেও ডানহাতি অফ স্পিনার হিসেবে হাত ঘোরান মাঝেমধ্যে। সেটা তার পক্ষে যেতে পারে। তবে হেড নিজেও বাঁহাতি স্পিন করেন এবং অনিয়মিত স্পিনার হিসেবে তিনি রেনশর চেয়ে ঢের কার্যকর।
কারণ যেটাই হোক, অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তার বিস্ময়ের কথা।
“বিশ্বাস করা কঠিন যে, বিশ্বে টেস্ট র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ব্যাটসম্যানকে আমরা বাদ দিতে পারি। গত ১২ মাসে সম্ভবত সে আমাদের সেরা ব্যাটসম্যান এবং গড়পড়তা অফ স্পিনের চেয়ে সে ভালো বোলিংও করেন। অপেক্ষা করে দেখা যাক… কে জানে, হয়তো আমাদের নির্বাচকরা জিনিয়াস!”
ধারাভাষ্যকার হিসেবে এই টেস্টে কাজ করা কিংবদন্তি ওপেনার হেইডেনের কণ্ঠেও একই সুর।
“আমি বিশ্বাসই করতে পারছি না। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার চোখে সে ছিল এবারের (অস্ট্রেলিয়ান) গ্রীষ্মের সেরা ক্রিকেটার। ব্রিজবেনের চেয়ে এখানে কন্ডিশন অবশ্য পুরো ভিন্ন। তবে সেখানেও তার ৯০ রানের ইনিংসটি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ছিল দারুণ। তার ব্যাটিংয়ের সময় উইকেট মনে হচ্ছিল নিষ্প্রাণ। অথচ উইকেট ছিল পুরোই সবুজ।”