শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিফটি করে আইসিসি র্যাঙ্কিংয়ে সামান্য এগিয়েছেন বাংলাদেশের এই তিন ক্রিকেটার।
Published : 10 Apr 2024, 03:26 PM
শ্রীলঙ্কার বড় জয় আর বাংলাদেশের চরম ব্যর্থতার চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মুমিনুল হক, জাকির হাসান ও মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে খানিকটা এগিয়েছেন তিনজনই। কেউ অবশ্য বড় উন্নতি করতে পারেননি, র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থান নয় তাদের কারও।
গত বুধবার শেষ হওয়া ওই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৪ ও দ্বিতীয় ইনিংসে ১৯ রান করেন জাকির। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন বাঁহাতি এই ওপেনার আছেন ৭৫তম স্থানে।
ওই টেস্টে প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রান করে মুমিনুল এগিয়েছেন চার ধাপ। তার অবস্থান এখন ৪৬।
ওই টেস্টে বাংলাদেশের হয়ে সত্যিকার অর্থেই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন কেবল মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৭ রানে আউট হলেও পরের ইনিংসে ৮১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ৮৮ নম্বরে।
ওই টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এগিয়েছেন ১৮ ধাপ। এক লাফে ৪৬ নম্বরে উঠে এসেছেন তিনি। বল হাতে তিন উইকেট নিয়ে ৪৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি আছেন ১১৭তম স্থানে।
দ্বিতীয় ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঁচিশে উঠে এসেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসে ৯৩ রান করে কুসাল মেন্ডিস তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৫২তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন কেন উইলিয়ামসন। তার চেয়ে ৩৫ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে জো রুট। তিনে থাকা বাবর আজমের পয়েন্ট রুটের চেয়ে ৫৬ কম।
চোট কাটিয়ে এই টেস্টে ফিরে চার উইকেট নেওয়া পেসার আসিথা ফার্নান্দো বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে আছেন এখন সাতাশে। ছয় উইকেট নিয়ে ওই টেস্টের সফলতম বোলার লাহিরু কুমারা এগিয়েছেন দুই ধাপ (৪৪তম), তিন উইকেট নিয়ে দুই ধাপ উন্নতি হয়েছে ভিশ্ব ফার্নান্দোর (৪১তম)।
অভিষেকে দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নেওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ বোলারদের র্যাঙ্কিংয়ে ঢুকেছেন ৯৫তম স্থান দিয়ে।
৮৭০ পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। ৮৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জশ হেইজেলউড, সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে তিনে জাসপ্রিত বুমরাহ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিন্দ্র জাদেজা। ৪৪৪ পয়েন্ট পাওয়া ভারতীয় ক্রিকেটারের চেয়ে ১২২ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে অশ্বিন। চট্টগ্রাম টেস্ট দিয়ে এক বছর পর এই সংস্করণে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে ৫১ রান করে আর চার উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন আগের মতোই তিনে।