পাঁচ বছর পর রনির সেঞ্চুরি, নবিনের প্রথম ৫ উইকেট

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৫ বছর ও ৪১ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন রনি তালুকদার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2023, 02:33 PM
Updated : 12 Oct 2023, 02:33 PM

জাতীয় ক্রিকেট লিগের ২৫তম আসরের প্রথম দিন প্রায় ৫ বছরের অপেক্ষা ঘোচালেন রনি তালুকদার। বাকিদের ব্যর্থতার ভিড়ে দারুণ ব্যাটিংয়ে তিনি করলেন সেঞ্চুরি।  

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রনির সেঞ্চুরির পরও স্রেফ ১৬৬ রানে গুটিয়ে গেছে ঢাকার প্রথম ইনিংস। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে স্রেফ ১০৮ বলে ১৯ চারে জাদুকরী তিন অঙ্কে পৌঁছান রনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার একাদশ সেঞ্চুরি এটি। সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে ১৮৫ রান করেছিলেন তিনি। মাঝে ৪১ ইনিংস আর সেঞ্চুরি করতে পারেননি।

ঢাকার আর কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। সাইফ হাসান ৮, মাহিদুল ইসলাম ২, শুভাগত হোম করেন ১০ রান। 

রংপুরের হয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন ২৬ বছর বয়সী পেসার নবিন ইসলাম। আরিফুল হক, আসাদুল্লাহ হিল গালিব ধরেন ২টি করে শিকার। 

পরে ব্যাট করতে নেমে মিম মোসাদ্দেকের অপরাজিত ৫৫ রানে একশ পেরিয়েছে রংপুর। মেহেদি মারুফ আউট হয়েছেন ৪৩ রান করে। তানবীর হায়দার ১৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

 সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে) 

ঢাকা ১ম ইনিংস: ৩৫.৪ ওভারে ১৬৬ (মজিদ ২, রনি ১০২*, সাইফ ৮, অঙ্কন ২, তাইবুর ৫, শুভাগত ১০, নাদিফ ৫, সুমন ০, নাজমুল ১, শাকিল ০; সোহেল ৫-০-২৯-০, আরিফুল ৭-০-২৩-২, গালিব ১০-০-৬১-২, নবিন ১০.৪-১-২৮-৫, সঞ্জিত ৩-০-২০-১) 

রংপুর ১ম ইনিংস: ৪০ ওভারে ১৩৩/৩ (মাইশুকুর ১১, মারুফ ৪৩, নবিন ০, মিম ৫৫*, তানবির ১৭*; সুমন ১১-২-২৯-০, এনামুল ৪-০-২৭-০, শাকিল ১০-২-২৩-২, নাজমুল ১০-১-৩২-০, শুভাগত ৪-১-১৭-১, তাইবুর ১-১-০-০)

দৃঢ় ব্যাটিংয়ে নাইম ইসলামের ফিফটি 

প্রথম স্তরের অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে সিলেটের বিপক্ষে ৯ উইকেটে ২৪২ রান করেছে ঢাকা মেট্রো।  

দ্বাদশ ওভারে ব্যাটিংয়ে একপ্রান্ত ধরে রেখে দৃঢ়তার পরিচয় দিয়েছেন নাইম ইসলাম। ক্যারিয়ারের ৭৫তম পঞ্চাশ ছোঁয়া ইনিংসে তিনি অপরাজিত রয়েছেন ৬৫ রানে। ২১১ বলে ৫ চারে এই রান করেছেন তিনি। 

বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ৫৬ রান করে আউট হয়েছেন। আরেক ওপেনার নাইম শেখ করেছেন ১৯ রান। অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের ২৮ রান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। 

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি, শাহানুর রহমান, নাবিল সামাদ। কিছুটা খরুচে বোলিং করা জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ ১ উইকেটের জন্য ১৮ ওভারে দিয়েছেন ৭৩ রান। 

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)  

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৪২/৯ (সাদমান ৫৬, নাইম শেখ ১৯, আইচ ১, নাইম ইসলাম ৬৫*, মার্শাল ২৮, আমিনুল ০, জাহিদুজ্জামান ৭, আবু হায়দার ৩৪, কাজি অনিক ০, শহিদুল ৭, আরিফ ০*; আবু জায়েদ ১৮-৪-৩৬-২, খালেদ ১৮-২-৭৩-১, শাহানুর ১০-৩-৩৪-২, রাজা ১৮-২-৫৩-১, নাবিল ২১-৭-২৭-২)