চ্যাম্পিয়ন্স ট্রফি
পায়ের আঙুলের সমস্যায় ভুগছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার।
Published : 24 Feb 2025, 08:44 PM
চোট ছোবল দিয়েছে ইংল্যান্ড শিবিরে। বাঁ পায়ের আঙুলের সমস্যায় ভুগছেন ব্রাইডন কার্স। চ্যাম্পিয়ন্স লিগের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ভারতে খেলা ওয়ানডে সিরিজের সময় কার্সের আঙুলে ফোস্কার মতো দেখা দেয়। পরে সেখানে সেলাইয়ের প্রয়োজন পড়ে। যার কারণে তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট মনে হয়নি কার্সকে। তার পারফরম্যান্সেও ফুটে ওঠে সেটা। ম্যাচের সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি, ওভারপ্রতি দেন ৯.৮৫ রান। ৩৫২ রানের লক্ষ্য তাড়ায় ১৫ বল বাকি থাকতে জিতে যায় অস্ট্রেলিয়া।
ধারণা করা হচ্ছে, ওই ম্যাচ খেলে কার্সের পায়ের আঙুলের অবস্থা আরও খারাপ হয়েছে। যে কারণে তার চিকিৎসার প্রয়োজন। সোমবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে তাই কার্সের খেলার সম্ভাবনা একদমই ক্ষীণ। ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
কার্স শেষ পর্যন্ত ছিটকে গেলে ইংল্যান্ডের একাদশে ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন। এছাড়া ইংলিশদের স্কোয়াডে আছেন আরও দুই পেসার; সাকিব মাহমুদ ও গাস অ্যাটকিনসন।
আগামী বুধবার আফগানদের মুখোমুখি হবে ইংলিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা ১ মার্চ।