পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ওয়েস্ট ইন্ডিজের ‘দ্বিতীয় সারির দলের’ বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষুব্ধ দেশটির সাবেক ব্যাটসম্যান।
Published : 28 Jan 2025, 07:45 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবরের আজমের ব্যাটিং একদমই পছন্দ হয়নি বাসিত আলির। পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যানের পারফরম্যান্সের সমালোচনা করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি থেকে উত্তরসূরিকে ব্যাটিং শিখতে বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।
মুলতানে স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টেও একই পথে হেঁটেছিল তারা। কিন্তু এবার নিজেদের ফাঁদেই আটকে যায় স্বাগতিকরা। স্পিনার দিয়েই তাদের কাবু করে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে ৮ ও ৫ রান করেন বাবর। দ্বিতীয়ও টেস্টেও নিজেকে মেলে ধরতে পারেননি তারকা এই ব্যাটসম্যান। ব্যাটিং দুরূহ উইকেটে প্রথম ইনিংসে স্রেফ ১ রানে আউট হন তিনি। পরে রান তাড়ায় জ্বলে ওঠার আভাস দিয়ে বিদায় নেন ৩১ রানে।
ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের চমৎকার বোলিং ও ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে ১২০ রানে হেরে যায় পাকিস্তান। ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় ১৩৩ রান করতে পারে তারা।
এই ম্যাচের প্রথম ইনিংসে ৫৪ রানে ৮ উইকেটে হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের ভীষণ বিপদের সময় হাল ধরেন মোটি। ৯ নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিতে করেন ৫৫ রান। নবম ও দশম উইকেটে কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যানের সঙ্গে তার কার্যকর দুটি সফরকারীদের এনে দেয় ১৬৩ রানের পুঁজি।
পরে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৫৪ রানে থামিয়ে প্রথম ইনিংসে ৯ রানের লিডও নেয় ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরাশায়ী হয় পাকিস্তান। এর দায় ব্যাটসম্যানদের দিলেন বাসিত।
নিজের ইউটিউব চ্যানেলে দলের পাশাপাশি বাবরের সমালোচনাও করেন তিনি। সেখানেই মোটির কাছ থেকে বাবরকে ব্যাটিং শিখতে বলেন ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত।
“মোটির কাছ থেকে ব্যাটিং শেখা প্রয়োজন বাবর আজমের। সে (মোটি) জানে কখন আক্রমণ করতে হবে এবং কখন রয়েসয়ে খেলতে হবে। এমনকি বড় খেলোয়াড়দেরও সর্বদা শেখার প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। এই টেস্টে সেরা ব্যাটসম্যান ছিলেন মোটি।”
ওয়েস্ট ইন্ডিজের এই দলকে দ্বিতীয় সারিরও মনে হয়নি বাসিতের। আর সেই দলের বিপক্ষে পাকিস্তানের এমন হার যেন মানতেই পারছেন না ৫৪ বছর বয়সী বাসিত।
“অপরিচিত খেলোয়াড়দের একটি দল, একটি ‘বি’ কিংবা ‘সি'’ দলও পাকিস্তানকে ১২০ রানে হারায়। জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু এটা ছিল বিব্রতকর। আমি বিশদ বিশ্লেষণে যাব না, কারণ লোকেরা মনে করে আমরা ভিউয়ের জন্য এটা করি, তবে ফ্যাক্টগুলোই কথা বলছে।”