বাংলাদেশকে হতাশ করে শেষ দিকের ব্যাটসম্যানরা দলকে লিড এনে দিতে পারবেন, বিশ্বাস নিউ জিল্যান্ড কোচ লুক রনকির।
Published : 29 Nov 2023, 07:51 PM
বাকি আছে শেষ ২ উইকেট, দল পিছিয়ে ৪৪ রানে। নতুন বলে দারুণ ছন্দে প্রতিপক্ষের স্পিনাররা। তবু নিজ দলের নিচের সারির ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখছেন নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান কোচ লুক রনকি। তার মতে, এখনও লিড নিতে পারবে কিউইরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউ জিল্যান্ড। বাংলাদেশের ৩১০ রান টপকানোর অভিযানে বৃহস্পতিবার সকালে ব্যাটিংয়ে নামবেন টিম সাউদি, কাইল জেমিসন।
বুধবার দিনের শেষভাগে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর চার ওভারে কেন উইলিয়ামসন ও ইশ সোধির উইকেট নিয়েছে বাংলাদেশ। পিচের ফাটলগুলো প্রকাশ্য হয়েছে প্রথম দিনের চেয়ে আরও বেশি। পরের দিন আরও বেশি স্পিন সহায়ক হওয়ার কথা এই উইকেট।
তবু নিচের সারির দুই ব্যাটসম্যানের ওপর পূর্ণ আস্থা রয়েছে কিউই কোচের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিড নেওয়ার কথা জোর দিয়েই বলেছেন তিনি।
“হ্যাঁ, অবশ্যই (লিড নেওয়া সম্ভব)…আমার তা-ই মনে হয়। কারণ এই তো বিশ্বাস থাকতে হবে যে, ভিন্ন পিচে আপনি কীভাবে ব্যাটিং করতে পারেন, কীভাবে খেলতে পারেন। আমাদের ব্যাটসম্যান এখনও যারা আছে, তাদের আন্তর্জাতিক ফিফটি রয়েছে। তাদের সেই বিশ্বাস আছে, মাঠে গিয়ে কাজটা করার। আমার এবং ড্রেসিং রুমের সবারও পরস্পরের প্রতির বিশ্বাস আছে। আমরা অবশ্যই তেমন কিছু (লিড) করতে পারব।”
এখন ক্রিজে আছেন দুই পেসার টিম সাউদি ও কাইল জেমিসন। ব্যাটের হাত খুব খারাপ নয় তাদের কারও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ফিফটি আছে জেমিসনের, ৪০ ছোঁয়া ইনিংস আছে ভারতের বিপক্ষে দুটি। সাউদি তো টেস্ট অভিষেকেই ১০ নম্বরে নেমে খেলেছিলেন ৪০ বলে ৭৭ রানের ইনিংস। তার টেস্ট ফিফটি আছে ৬টি। এখনও পর্যন্ত ৮৩ টি ছক্কা মেরেছেন তিনি, টেস্ট ইতিহাসে যা দশম সর্বোচ্চ।
তাদের ওপর ভরসা রাখলেও বাস্তবতাও মাথায় রাখছেন রনকি। বাংলাদেশের বোলারদের নিখুঁত বোলিংয়ে দ্বিতীয় দিন যে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে ব্যাটসম্যানদের, সেটিও স্বীকার করেছেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখছেন তিনি।
“আমার মতে, আমাদের এখনও সেভাবে বিশ্বাস করতে হবে। অবশ্যই বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে এবং টার্নিং বোলিংয়ে আমাদেরকে অনেক চাপে ফেলেছে। শরিফুলও খুব ভালো কিছু স্পেল করেছে।”
“আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ জুটি হয়েছে। তখন রান করার জন্য আমাদের পরিশ্রম করতে হয়েছে। আমাদের হাতে এখনও ২ উইকেট আছে। আশা করি, আমাদের যারা এখনও বাকি আছে, আগামীকাল সকালে আরও কিছু রান করবে এবং বাংলাদেশের কাছে নিয়ে যাবে।”