শামার জোসেফের জায়গায় ফিরলেন আলজারি জোসেফ, আন্দ্রে রাসেলের বদলে শামার স্প্রিঙ্গার।
Published : 13 Nov 2024, 10:51 AM
দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে এক ম্যাচও অপেক্ষায় থাকতে হলো না আলজারি জোসেফকে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে বোলিং আক্রমণের ধার ফেরাতে ২৭ বছর বয়সী পেসারকে দলে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। তবে একটা ধাক্কাও এসেছে ক্যারিবিয়ানদের জন্য। চোটের কারণে খেলতে পারবেন না অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটির দল থেকে বাদ পড়েছেন শামার জোসেফ। তার জায়গাতেই ফেরানো হয়েছে আলজারি জোসেফকে। রাসেল ছিটকে পড়ায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
প্রথম দুই ম্যাচেই হেরে গিয়ে সিরিজ হারের দুয়ারে দাঁড়িয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচেই তাদের বোলিং আক্রমণে ঘাটতি ফুটে উঠেছে স্পষ্ট। প্রথম ম্যাচে ১৮৩ রান তাড়ায় ইংল্যান্ড ৮ উইকেটে জিতেছে ১৯ বল বাকি রেখে। পরেরটিতে ১৫৯ রান তাড়ায় ৭ উইকেটে জিতে গেছে ৩১ বল আগেই। মরিয়া দল এখন তাকিয়ে আলজারি জোসেফের দিকে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক শেই হোপের সঙ্গে তর্কের জের ধরে কাউকে কিছু না বলেই মাঠ ছেড়ে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল আলজারিকে। ওই ঘটনার পর অধিনায়ক হোপ ও সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি, ক্ষমা চেয়ে প্রকাশ্যে বিবৃতিও দেন। শাস্তি এড়াতে পারেননি তবু।
রাসেল এই সিরিজ দিয়েই ফিরেছিলেন দলে। প্রথম ম্যাচে ৪টি ছক্কায় ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন, বল হাতে উইকেট পাননি। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে তাকে পায়নি দল। অ্যাঙ্কেলের চোটে এবার সিরিজই শেষ হয়ে গেল ৩৬ বছর বয়সী আগ্রাসী অলরাউন্ডার।
ব্যাটে-বলে বিকল্প বাড়াতে দলে যোগ করা হয়েছে স্প্রিঙ্গারকে। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের নায়কদের একজন এখনও পর্যন্ত দুটি টি-টোয়েন্টি খেলেছেন জাতীয় দলের হয়ে।
আরেক পেস বোলিং অলরাউন্ডার টেরেন্স হাইন্ডস সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেকে ভালো করতে না পারলেও টিকে গেছেন দলে।
সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ তিনটি ম্যাচ বৃহস্পতিবার, শনিবার ও রোববার।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।